ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’-এ নতুন মোড় এসেছে। সময় লাফিয়ে ২০ বছর এগিয়েছে, যার ফলে শুভলক্ষ্মী এবং আদৃতের গল্পে এসেছে চমকপ্রদ পরিবর্তন। মেয়েকে ফিরে পাওয়ার আশায় এখনও ভগবানের কাছে প্রার্থনা চালিয়ে যাচ্ছেন শুভলক্ষ্মী। এবার মায়ের চরিত্রে দেখা যাবে ঊষসী রায়কে, আর মেয়ের চরিত্রে অভিনয় করছেন স্বপ্নিলা চক্রবর্তী।
এই নতুন মোড় এবং চরিত্রে অভিনয় প্রসঙ্গে ঊষসী বলেন, “ধারাবাহিকে অভিনয় করতে গেলে অনেক কিছু ভাবার সময় থাকে না। প্রতিদিন, প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ আসে। এক দৃশ্যে কাজ করার সময়ও জানি না পরের দৃশ্যে কী থাকবে। তাই আমি প্রতিটি মুহূর্তের সঙ্গে খাপ খাইয়ে অভিনয় করি। এই নতুন চরিত্রের স্তরগুলো আমাকে আকর্ষণ করেছে।”
স্বপ্নিলা চক্রবর্তীও জানান, তাঁর অভিনীত নতুন চরিত্রের জন্য লুক এবং কেশসজ্জায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, “অনেক ধরনের চরিত্রে কাজ করেছি। কিন্তু এখানে নতুন ধরনের চরিত্র এবং লুক পেয়ে আমি খুব উত্তেজিত।”’
পিআর/টিএ