বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন গত এক বছর ধরেই নানা বিতর্ক ও গুঞ্জনের কেন্দ্রে। একাধিক প্রতিবেদনে বলা করা হয়েছে, গোবিন্দর একাধিক সম্পর্কের জেরেই তাদের সংসারে টানাপোড়েন তৈরি হয়েছে। এসব গুঞ্জনের মাঝেই ফের স্পষ্ট ও কড়া ভাষায় নিজের অবস্থান জানালেন সুনীতা আহুজা।
মিসমালিনী- র পডকাস্টের একটি প্রোমোতে গোবিন্দার প্রেম-পরকীয়া নিয়ে কথা বলেন সুনীতা আহুজা। তাকে বলতে শোনা যায়, ‘এমন অনেক মেয়েই আসে-যায়। বয়স তো ৬৩ হল এবার একটু লজ্জা কর। ছেলে মেয়ের কথা ভাব। মেয়ের টিনার বিয়ের বন্দোবস্ত কর। ছেলে যশের কেরিয়ারে নজর দাও। আমি গোবিন্দকে ক্ষমা করব না।’
এখানেই থামেননি তিনি। নিজেকে নেপালি মেয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নেপালের মেয়ে। খুকরি (নেপালে ভাষায় বাঁকানো ছুরি) বের করলে সবার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই বলি, সাবধান হও, এখনও সময় আছে।’
১৯৮৭ সালে গোবিন্দ ও সুনীতা আহুজার বিয়ে হয়। বিয়ের বিষয়টি তারা গোপন রেখেছিলেন ১৯৮৮ সালে কন্যা টিনা জন্মের আগ পর্যন্ত। পরে ১৯৯৭ সালে তাদের ছেলে যশবর্ধনের জন্ম হয়।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তাদের বিচ্ছেদের গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়ে। একাধিক সাক্ষাৎকারে সুনীতার ব্যক্তিগত মন্তব্য সেই আলোচনাকে আরও উসকে দেয়। তবে এর মধ্যেই শোনা যায়, কয়েক মাস আগে নাকি দু’জনের মধ্যে আবার সমঝোতা হয়েছে।
তখন সুনীতা স্পষ্ট ভাষায় বলেন, ‘কোনও শক্তিই আমাকে গোবিন্দর থেকে আলাদা করতে পারবে না।’
সব মিলিয়ে, দাম্পত্যে জটিলতা, প্রকাশ্য ক্ষোভ আর পুনর্মিলনের ইঙ্গিত- গোবিন্দ ও সুনীতা আহুজার সম্পর্ক ঘিরে জল্পনা এখনো থামেনি।
সূত্র: এনডিটিভি
এসকে/টিকে