প্রভাস আবারও বক্স অফিসের নতুন রেকর্ড লিখলেন। তার সর্বশেষ মুক্তি ‘দ্য রাজা সাব’ এই সপ্তাহান্তে ২৫০ কোটি রুপি আয় ছাড়ানোর পথে, যা প্রভাসের সপ্তম সিনেমা হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করছে — টলিউডের অন্য কোনো অভিনেতা এতবার এত বড় সাফল্য ছুঁতে পারেননি।
প্রতিটি সিনেমা দিয়ে প্রভাস প্রমাণ করছেন তার প্যান-ইন্ডিয়া জনপ্রিয়তা। ‘বাহুবলি’ থেকে শুরু করে ‘সালার’, এবং এবার ‘দ্য রাজা সাব’, প্রতি রিলিজে ২৫০ কোটি রুপির বেশি আয় অর্জন করে তিনি নিজেকে একক দাপটের অবস্থানে স্থাপন করেছেন। এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি পুরো ভারতীয় চলচ্চিত্র জগতে প্রভাসের আধিপত্যের শক্তিশালী প্রমাণ।
এবি/টিকে