ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোররাতে মাঠিলা ও পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্তে এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অপরাধে ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
আটকদের মধ্যে, তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছে।
তারা সবাই সাতক্ষীরাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
অন্যদিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৫৮৮ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে।
পরে আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে ও জানায় বিজিবি।
আরআই/টিকে