প্রাক্তন বলিউড অভিনেত্রী সানা খানকে ঘিরে নানা জল্পনা ছড়িয়েছিল। প্রশ্ন উঠেছিল, স্বামীর প্রভাবে কি তিনি অভিনয় জগত ছেড়েছেন? সেই সব দাবিকে সরাসরি খারিজ করলেন সানা নিজেই।
স্পষ্ট ভাষায় জানালেন, তাঁকে কেউ ‘ব্রেনওয়াশ’ করেননি। বলিউড ছেড়ে আধ্যাত্মিক জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ তাঁর নিজের।
সানার কথায়, “কেউ কাউকে জোর করে বা সম্মতি ছাড়া ব্রেনওয়াশ করতে পারে না। আমি যা করেছি, নিজের ইচ্ছাতেই করেছি।” স্বামী মুফতি আনাস সায়েদ তাঁকে কখনও অভিনয় ছাড়তে বাধ্য করেননি বলেও জোর দিয়ে জানান তিনি।
‘বিগ বস ৬’-এ অংশগ্রহণ এবং ‘টয়লেট: এক প্রেম কথা ’র মতো ছবির মাধ্যমে সানা পরিচিত মুখ হয়ে ওঠেন।
২০২০ সালে ক্যারিয়ারের একেবারে মধ্যগগনে থাকতেই আচমকা অভিনয় জগত ছাড়ার ঘোষণা করে অনুরাগীদের চমকে দেন তিনি।
সানা তখন জানিয়েছিলেন, শান্তি, আধ্যাত্মিকতা এবং মানবসেবার পথেই তিনি নিজের ভবিষ্যৎ দেখতে চান। সেই সিদ্ধান্তের কিছুদিনের মধ্যেই তিনি বিয়ে করেন ব্যবসায়ী ও ধর্মগুরু মুফতি আনাস সায়েদকে। সানা বারবার বলেছেন, স্বামী তাঁর সিদ্ধান্তকে সমর্থন করেছেন ঠিকই, কিন্তু কখনও চাপ দেননি।
পিএ/টিকে