খুলনা জেলার ছয়টি আসনে এ পর্যন্ত ৩৮ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় টিকলেও এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা মাত্র একজন। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের জাতীয় পার্টি মনোনীত ওই নারী প্রার্থীর নাম শামীম আরা পারভীন (ইয়াসমীন)। প্রথমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাতিল হলেও সম্প্রতি আপিলে ফিরে পেয়েছেন তাঁর প্রার্থিতা।
এদিকে, হ্যাভিওয়েট দুই প্রার্থীর আসনেই লড়ছেন ওই নারী প্রার্থী।
যে আসনে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং আরো একজন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগার লবি। আর জাতীয় পার্টির হয়ে লড়ছেন খুলনার একমাত্র নারী প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসমীন)। এজন্য আলোচনায় থাকলেও নির্বাচনী দৌড়ে কতটা এগিয়ে, এখনও সেটি স্পষ্ট নয়। তবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও অন্য প্রার্থীদের মতো ভোটারদের দ্বারে যেতে দেখা যাচ্ছে শামীম আরাকে।
সবশেষ তথ্য অনুযায়ী, খুলনা-৫ আসনের বর্তমান প্রার্থীর সংখ্যা পাঁচজন। যারা সবাই একেকটি রাজনৈতিক দলের প্রার্থী। বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির উল্লেখিত তিন প্রার্থী ছাড়াও এ আসনে রয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল কাইউম জমাদ্দার এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র চিত্ত রঞ্জন গোলদার।
এসকে/টিকে