এশিয়ান কাপ বাছাইয়ের আগে হামজাদের সিলেটে খেলাতে চায় বাফুফে

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরে। ঐ ম্যাচের আগে বাফুফে আরেকটি ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে। আজ জাতীয় দল কমিটির সভায় প্রীতি ম্যাচ ও ক্যাম্প শুরুর বিষয়ে আলোচনা হয়েছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যান। তার অনুপস্থিতিতে আজ ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান সভায় সভাপতিত্ব করেন। ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সভাপতিত্ব করলেও কমিটির অন্যতম সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু মিডিয়ায় ব্রিফ করেন। তিনি বলেন, ‘২০ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আমাদের সঙ্গে কয়েকটি দলের আলোচনা চলছে। হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচটি সিলেটে হতে পারে।’

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরির বাড়ি হবিগঞ্জ। তার সিলেট অঞ্চলের ফুটবলপ্রেমীদের খেলা দেখার সুযোগ করে দেয়ার জন্য বাফুফের পরিকল্পনা ছিল ভারত ম্যাচ সিলেট আয়োজন করার। নিরাপত্তা, মাঠ, স্টেডিয়াম সামগ্রিক দিক বিবেচনায় তা করতে পারেনি। মাত্র দেড় মাসের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন কি সম্ভব? এমন প্রশ্নের উত্তরে ইমরুল বলেন, ‘এক মাসে অনেক কাজ করা সম্ভব। আমরা আশাবাদী, চেষ্টা করে দেখা যাক।’ ফুটবলসংশ্লিষ্টদের ধারণা, ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে স্টেডিয়াম ও মাঠের কাজের উন্নয়ন ঘটাতে চায় ফেডারেশন। সিঙ্গাপুর ম্যাচের আগে হোম ম্যাচ হলে সেটা জাতীয় স্টেডিয়াম কিংবা ঢাকায় হওয়ার সম্ভাবনাই বেশি।



কম্বোডিয়া, পূর্ব তিমুর, ভিয়েতনামের সঙ্গে আলোচনা চলছিল ফেডারেশনের। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনাম তেমন আগ্রহী নয় বাংলাদেশের বিপক্ষে খেলতে। পূর্ব তিমুর হোম কিংবা অ্যাওয়ে যে কোনো জায়গায় খেলতে আগ্রহী। কম্বোডিয়ার আগ্রহ বেশি তাদের হোমে খেলার। ফেডারেশন আরো কয়েক দিন পর এই বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে। মালদ্বীপ জুন উইন্ডোতে চার জাতির টুর্নামেন্টের আমন্ত্রণ দিলেও আজকের সভায় কোনো সিদ্ধান্ত হয়নি সেই বিষয়ে।

জাতীয় দলের ম্যাচ বা কোনো ইস্যু মানেই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সাম্প্রতিক সময়ে তার দল পরিচালনা প্রশ্নবিদ্ধ। সমর্থক, সাবেক ফুটবলার থেকে শুরু করে খোদ ফেডারেশন কর্তারাও ক্যাবরেরা পদত্যাগ চেয়েছেন। বাফুফের সঙ্গে ৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচের পরই তার চুক্তির মেয়াদ শেষ। আজ সাংবাদিকরা ক্যাবরেরাকে নিয়ে প্রশ্ন করলেও কর্মকর্তারা জানিয়েছেন এ নিয়ে আলোচনা হয়নি।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আবার জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান। এরপরও সাম্প্রতিক সময়ে বসুন্ধরা কিংস জাতীয় দলের শুরুতে ফুটবলার ছাড়েনি। আজ ইমরুল হাসানের সভাপতিত্বে ২০ মার্চ জাতীয় দলের ক্যাম্প শুরুর সিদ্ধান্ত হয়েছে। ক্লাবগুলো জাতীয় দলে খেলোয়াড় শুরু থেকে ছাড়বে কি না এই প্রশ্নের উত্তরে ইমরুল বলেন, ‘জাতীয় দলে খেলোয়াড় ছাড়া প্রসঙ্গে ফিফার গাইডলাইন রয়েছে। ১৭ মার্চের পর অনেক দিন বিরতি। আশা করি ক্লাবগুলো এবার খেলোয়াড় ছাড়তে সমস্যা হওয়ার কথা নয়।’

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের সঙ্গে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের সাক্ষাৎ Jan 17, 2026
img
মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ Jan 17, 2026
img
রংপুরে গণপিটুনিতে ২ জনকে হত্যার ঘটনায় এবি পার্টির নেতা গ্রেপ্তার Jan 17, 2026
img
‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড় Jan 17, 2026
img
১ জানুয়ারি থেকে পে স্কেল আংশিক কার্যকরের সম্ভাবনা Jan 17, 2026
img
ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি Jan 17, 2026
img
মাদুরোকে অপহরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীর যোগসাজশের ইঙ্গিত Jan 17, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা প্রকাশ Jan 17, 2026
img
‘সুন্দরী’ না হওয়ায় সিনেমা থেকে বাদ পড়েন অস্কারজয়ী অভিনেত্রী Jan 17, 2026
img
অংশীজনের সঙ্গে আলোচনা ছাড়াই অত্যাবশ্যকীয় ওষুধের হালনাগাদ তালিকার অনুমোদন! Jan 17, 2026
img
একক নির্বাচনের ঘোষণায় মিষ্টি খেয়ে শুকরিয়া আদায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের Jan 17, 2026
img
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা হতে পারে আগামীকাল Jan 17, 2026
img
শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে নতুন সিদ্ধান্ত Jan 17, 2026
img
ভারতের অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক না করার ব্যাখ্যা দিলো বিসিবি Jan 17, 2026
img
গায়িকার অস্তিত্ব নিয়ে সন্দেহ থাকলেও গানের জাদুতে মুগ্ধ কোটি শ্রোতা! Jan 17, 2026
img
ফুলের তোড়া পাঠিয়ে প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের শুভেচ্ছা Jan 17, 2026
img

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’ Jan 17, 2026
img
বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে মন্তব্য করলেন নাহিদ রানা Jan 17, 2026
img
ইলিয়াস আলীকে গুমের আগে ইফতেখারকে নেওয়া হয়েছিল ‘টেস্ট কেস’ হিসেবে : তাহসিনা রুশদীর লুনা Jan 17, 2026
img
প্রথমবারের মতো ভেনেজুয়েলার তেল বিক্রি, ৫০ কোটি ডলার আয় যুক্তরাষ্ট্রের Jan 17, 2026