টলিপাড়ায় সম্প্রতি জোর গুঞ্জন-অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় নাকি রোশনি ভট্টাচার্যের প্রেমে হাবুডুবু খাচ্ছেন! এই খবর ঘিরে শুরু হয়েছিল নানা জল্পনা। অবশেষে সেই গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং শুভাশিস। শুধু তাই নয়, তিনি স্বীকারও করলেন ‘প্রেমের’ কথা। তবে এখানেই রয়েছে এক মজার টুইস্ট।
আনন্দবাজার ডট কম-কে দেওয়া এক সাক্ষাৎকারে শুভাশিস জানান, সমুদ্রের ধারে রোশনির সঙ্গে প্রেমে মজেছেন তিনি ঠিকই, কিন্তু সেই প্রেম বাস্তব নয়-পুরোটাই ফিকশন। অবাক হচ্ছেন তো? আসলে এই প্রেমের গল্প আসছে বড়পর্দায়। খুব শীঘ্রই ‘ফণীবাবু ভাইরাল’ নামে একটি ছবিতে দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়কে, যেখানে তাঁর বিপরীতে স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন রোশনি ভট্টাচার্য।
এই ছবিতে শুভাশিস ও রোশনির মধ্যে থাকছে একাধিক রোমান্টিক দৃশ্য, পাশাপাশি থাকছে বেশ কিছু গানও। শুধু তাই নয়, ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক-সহ আরও বহু পরিচিত মুখকে।
‘ফণীবাবু ভাইরাল’-এর গল্প আবর্তিত হয়েছে এক বৃদ্ধ মানুষকে ঘিরে, যিনি নিজের সংসারেই অবাঞ্ছিত। কিন্তু হঠাৎই সমাজমাধ্যমের দৌলতে তিনি ভাইরাল হয়ে যান। এরপর থেকেই একের পর এক অদ্ভুত কাণ্ড ঘটাতে থাকেন তিনি-আর সেখান থেকেই শুরু হয় গল্পের আসল মজা।
ছবিটি পরিচালনা করেছেন রাজু মজুমদার। দীর্ঘদিন অভিনেতা হিসেবে কাজ করার পর এই প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ তাঁর। রাজু প্রসঙ্গে শুভাশিস বলেন, “ও বহু ছবিতে কাজ করেছে, তাই অভিজ্ঞতা রয়েছে।
প্রযুক্তিগত দিকেও ও বেশ সচেতন। কাজ করে ভালো লেগেছে। আমার চরিত্র আর সংলাপ ভীষণ মজার। আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এই ছবি দর্শকদের জন্য হয়তো একটু টাটকা অক্সিজেন হয়ে উঠবে।”
সব মিলিয়ে, বাস্তব নয়-রিলের প্রেমেই এবার মাততে চলেছেন শুভাশিস ও রোশনি।
কেএন/টিকে