ভেনেজুয়েলা প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির একটি চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার (১৭ জানুয়ারি) দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেন। খবর শাফাক নিউজের।
জাতীয় উৎপাদনশীল অর্থনীতি কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে ডেলসি রদ্রিগেজ বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানির অভ্যন্তরীণ উদ্যোগের ফল হিসেবেই এই চুক্তি হয়েছে। এটি সরকারের নতুন অর্থনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে অর্থনৈতিক বৈচিত্র্য ও আমদানি নির্ভরতা কমানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি জানান, হাইড্রোকার্বন রপ্তানি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আর জ্বালানি আমদানিতে ব্যয় করা হবে না। বরং এই অর্থ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা হবে। এর অংশ হিসেবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সার্বভৌম সম্পদ তহবিল (সোভেরেইন ওয়েলথ ফান্ড) গঠনের পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া কৃষি, মৎস্য, খাদ্য শিল্প ও পর্যটনের মতো উৎপাদনশীল খাতে অর্থায়নের ওপর জোর দেওয়া হবে, আর্থিক বা মুদ্রা জল্পনার খাতে নয় বলে জানান তিনি।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে কারাকাসে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’-এর পর ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ওই অভিযানে প্রায় ২০০ জন নিহত হন এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। পরে তাদের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে হাজির করা হয়।
এসএস/টিকে