ভারতীয় অভিনেত্রী ও উপস্থাপিকা মনিকা বেদির জন্মদিন আজ। ১৯৭৫ সালে পাঞ্জাবে তাঁর জন্ম।
১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে তিনি হিন্দি ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন। তার উল্লেখযোগ্য সিনেমা হল প্যার ইশক অর মহব্বত ও জোড়ি নম্বর ওয়ান (দুটোই ২০০১)। তিনি বিগ বস ২ এবং স্টার প্লাসের সরস্বতীচন্দ্র এ উপস্থিত হওয়ার জন্যও পরিচিত।
তেলুগু সিনেমা ‘তাজমহল’ (১৯৯৫) দিয়ে অভিনয় শুরু মনিকার। একই বছর ‘সুরক্ষা’ দিয়ে বলিউডেও অভিষেক হয় তাঁর। ফেরদৌসের সঙ্গে ‘জবাবদিহি’ এবং আমিন খানের সঙ্গে ‘জ্যান্ত কবর’ নামে বাংলাদেশের দুটি সিনেমায়ও অভিনয় করেছেন মনিকা।
কেএন/টিকে