অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের ফলে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় নিউ সাউথ ওয়েলসে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষের থেকে বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এ পর্যন্ত অন্তত ২০ জনকে উদ্ধার করা হয়েছে।
রাজধানী সিডনিতে শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে নারাবিন এলাকার নিচু শহরতলিতে বিপজ্জনক বন্যা দেখা দিলে সেখানকার বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির পর রাজ্যজুড়ে ১,৪০০টির বেশি জরুরি ঘটনার সাড়া দিতে হয়েছে উদ্ধারকর্মীদের। এর বেশিরভাগই বন্যার পানিতে গাড়ি চালানোর সঙ্গে সম্পর্কিত।
রাজ্য জরুরি পরিষেবার সহকারী কমিশনার সোনিয়া অয়স্টন এক বিবৃতিতে বলেন, আকস্মিক বন্যার কারণে বহু সড়ক বন্ধ হয়ে গেছে এবং কিছু রাস্তা আরো কিছু সময় বন্ধ থাকতে পারে। এদিকে রবিবার (১৮ জানুয়ারি) সিডনির দক্ষিণাঞ্চলে বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, রবিবার স্থানীয় সময় সকালে সিডনির উত্তর প্রান্তে প্রায় ৭২.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, শনিবার সিডনি থেকে প্রায় ৬৬ কিলোমিটার দক্ষিণে ওলংগংয়ের কাছে বৈরী আবহাওয়ার সময় গাছের একটি ডাল ভেঙে পড়ে আঘাত পেয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
সূত্র: রয়টার্স
পিআর/টিকে