বিনোদন জগতে আবারও ফিসফাসের ঢেউ তুলেছেন কৃতী স্যানন। বোন নূপুরের সাম্প্রতিক বিয়ের ছবিকে ঘিরে যে আলোড়ন তৈরি হয়েছিল, তার রেশ এখনও কাটেনি, বরং নতুন করে জল্পনার আগুনে ঘি পড়েছে। বিয়ের আসরেই কবীর বাহিয়ার সঙ্গে কৃতীকে আরও ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়, আর সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে বিস্তর আলোচনা। সবুজ রঙের ঝলমলে পোশাকে কৃতীকে দেখা গেছে অপরূপ লাবণ্যে, আর পাশে সাদা কোটে দাঁড়িয়ে ছিলেন কবীর। দু’জনের নৈকট্য দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, বোনের পর কি এবার দিদির পালা, নাকি চারহাত এক হওয়ার দিনক্ষণ কেবল সময়ের অপেক্ষা।

বলিউডের অন্দরে অবশ্য গত বছর থেকেই কানাঘুষা, কৃতী স্যানন নাকি লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়ার প্রেমে পড়েছেন। দু’জনের বয়সের ফারাক নিয়েও কম চর্চা হয়নি, তবু তাঁদের সম্পর্ক ক্রমেই গভীর হয়েছে বলেই শোনা যায়। মাঝেমধ্যেই দু’জনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে, কখনও দিল্লির বিমানবন্দরে, কখনও আবার উৎসবের আনন্দে। জানা যায়, বোন নূপুরের মাধ্যমেই কবীরের সঙ্গে কৃতীর প্রথম আলাপ, যা ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেমে গড়ায়। কবীর আবার মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়ার ঘনিষ্ঠ বন্ধু, ছোটবেলা থেকেই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকা এক তরুণ উদ্যোক্তা।
হোলির সময় কবীরের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি কৃতী নিজেই ভাগ করে নিয়েছিলেন, তারপর থেকেই বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। শোনা গিয়েছিল, গত বছরের শেষ দিকে হয়তো তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন, কিন্তু তা বাস্তবে হয়নি। বরং নূপুরের বিয়ের আনন্দেই কৃতী ও কবীর আরও কাছে এসেছেন বলে মনে করছেন অনুরাগীরা। ছবি দেখে কেউ কেউ আশীর্বাদ করেছেন, আবার কেউ বলছেন, এত ভালোবাসায় যেন কারও কুনজর না লাগে। তবু কৃতী কিংবা কবীর, কেউই এখন পর্যন্ত বিয়ের বিষয়ে মুখ খোলেননি। ফলে জল্পনা চলছেই, আর বলিউডের আকাশে ভাসছে এক অনিশ্চিত কিন্তু রোমাঞ্চকর অপেক্ষা।
পিআর/টিকে