সঙ্গীত জগতের কিংবদন্তি এআর রহমান এই সপ্তাহে ধর্মীয় বিভাজন নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি করেছেন। মন্তব্যের কিছুদিনের মধ্যে তিনি ক্ষমাপ্রার্থী হয়েছেন এবং দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন। বারবার তিনি বলেছেন, ভারতীয় হিসেবে নিজেকে কতটা গর্বিত মনে করেন। তবে কৌতুকশিল্পী বরুণ গ্রোভার দাবি করেছেন, রহমান নাকি চাপের কারণে বাধ্য হয়ে ক্ষমা চেয়েছেন।
গত আট বছরে ধর্মীয় বিভাজনের কারণে এআর রহমানের কাজের সুযোগ সীমিত হয়ে গেছে। সম্প্রতি একটি মন্তব্য করার পর থেকেই তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। এ প্রসঙ্গে বরুণ গ্রোভার সামাজিক মাধ্যমে লিখেছেন, “গত তিন দশকের সবচেয়ে সেরা সুরকারকে আক্রমণ করা হয়েছে এবং গালাগাল পর্যন্ত করা হয়েছে। কারণ, তিনি নিজের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু মতামত জানিয়েছিলেন। আর ঠিক পরের দিনই তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। মানুষকে ব্যাখ্যা দিতে হয়েছে, এবং এটি সমাজে কতটা বিভাজনমূলক মনোভাব ছড়িয়েছে, তা স্পষ্টভাবে দেখিয়েছে।”
রহমান একটি ভিডিওবার্তার মাধ্যমে বলেছেন, “ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক এবং আমার ঘর। আমার উদ্দেশ্য সব সময় সঙ্গীতের মাধ্যমে সম্মান প্রদর্শন করা। অনেক সময় আমাদের উদ্দেশ্য ভুল বোঝা হয়। তবে আমি ভারতীয় হওয়ার কারণে স্বাধীনভাবে সৃষ্টি করতে পারি এবং বিভিন্ন সংস্কৃতিকে উদ্যাপন করি।” তিনি জানান, তাঁর মুখোমুখি কেউ সরাসরি কিছু না বললেও, ধর্মীয় বিভাজনের কারণে হয়তো চাকরি হারাতে হয়েছে।
বরুণের এই পোস্টের পরও তিনি নিজেও কটাক্ষের শিকার হয়েছেন। তবে তার লক্ষ্য ছিল এআর রহমানকে সমর্থন জানানো এবং সমাজের বিষাক্ত আক্রমণ ও বিভাজনকে তুলে ধরা। বরুণের ভাষায়, “মানুষকে ভিন্নমত পোষণ করা শিখতে হবে, আর বিখ্যাত ব্যক্তিকেও সঙ্গীতের মাধ্যমে প্রদত্ত সম্মান জানাতে হবে।”
এমকে/টিএ