টলিউডে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে চলমান বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুললেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। এক গণমাধ্যমকে তিনি বলেন, “অনির্বাণ ভট্টাচার্য কি আগ্রহী? উনি তো নিজে কিছুই বলছেন না।” তাঁর কথায়, ফেডারেশনে কেউ সরাসরি আসেননি বা অনির্বাণের পক্ষ থেকে কোনো যোগাযোগ হয়নি।
এদিকে বাংলা বিনোদন জগতের তারকা অভিনেতা ও পরিচালকেরা ইতিমধ্যেই অনির্বাণের পক্ষ থেকে সমর্থনের বার্তা দিয়েছেন। সাম্প্রতিক স্ক্রিনিং কমিটির বৈঠকে দেব বলেন, “তিন বারের সাংসদ হোক, মেগাস্টার হোক, টলিউডের যেকোনো কর্মী হোক বা সাধারণ মানুষ— আমি সকলের কাছে অনির্বাণের পক্ষ থেকে ক্ষমা চাইছি। ছেলেটাকে শান্তিতে কাজ করার সুযোগ দিন।” প্রয়োজনে দেবের পক্ষ থেকে অনির্বাণের জন্য ক্ষমা চাওয়াও সম্ভব।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও দেবের মত সমর্থন জানিয়ে বলেন, “এমন অভিনেতা কাজে না ফিরলে আগামী প্রজন্মকে আমরা কী উত্তর দেব?” একইভাবে পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী বলেন, “অনির্বাণের মতো অভিনেতার অভিনয়ে ফিরে আসা জরুরি। প্রয়োজনে তার জন্য ‘পা ধরতে’ রাজি।”
গত ছয় মাস ধরে অনির্বাণ কাজের বাইরে রয়েছেন। নেপথ্য কারণ হলো ফেডারেশনের সঙ্গে পরিচালকদের বিরোধ, যা আদালত পর্যন্ত গড়িয়েছে। অনির্বাণের হাতে কাজ না থাকার অভিযোগ রয়েছে। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বিষয়টি অস্বীকার করেননি, তবে বলেছেন, “বিষয়টি বিচারাধীন। তাই বেশি কিছু বলা সম্ভব নয়।”
এই পরিস্থিতিতে অনির্বাণের ভবিষ্যৎ ফিরিয়ে আনা ও তারকাদের সমর্থনের মধ্য দিয়ে টলিউডে নতুন সংলাপ শুরু হয়েছে।
এমকে/টিএ