চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লবণবাহী একটি ট্রাকের সঙ্গে হিউম্যান হলারের (ম্যাজিক গাড়ি) মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জন হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ অফিসের পাশে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাস্থলে ১০ জন এবং আমিরাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনের মৃত্যু হয়। পরে রাত পৌনে একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মোট ১৫ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে।
হাইওয়ে পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, রাতে ১৩ জনের মৃত্যুর পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো তিনজনের মধ্যে আরও দুইজন মারা গেছে। নিহতরা সবাই হিউম্যান হলারের যাত্রী ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাতে পৌনে একটার দিকে আহত তিনজনকে আনার পর নবী হোসেন ও সৈয়দ হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সাইফুল ইসলাম নামে ৩০ বছর বয়সী আরেকজনের চিকিৎসা চলছে।
নিহত অন্যরা হলেন- জসীম উদ্দিন (২৮), বেলাল হোসেন (১৭), মো. বাদশা (৩৮), আব্দুছ ছালাম (৭০), সিরাজুল ইসলাম মিস্ত্রী (৪০), মো. রুবেল (২০), মো. জহির (২৮), মো. এনাম (৪৫), আব্দুল রশিদ (৬৫), আব্দুর রশিদ (৫০), হিউম্যান হলারের চালক মো. ফরহাদ (২৫), চালকের সহকারী মো. সুমন (১৫)।
চুনতি হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানিয়েছিলেন, দুর্ঘটনায় হিউম্যান হলারটি দুমড়ে-মুচড়ে গেছে। সেটি উপজেলার আমিরাবাদ থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের চকোরিয়ার উদ্দেশে যাচ্ছিল।
টাইমস/এইচইউ