দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার অনুসন্ধান চলমান থাকাবস্থায় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরণ এবং তার স্ত্রী জেসমিন আক্তারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মনির মিয়া পৃথক দুই আবেদনে তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি মামুনুর রশীদ কিরণ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত-আয়ের উৎসের সঙ্গে সংঙ্গতিবিহীন ৪৯ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৯৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে প্রতিষ্ঠানের নামে ও নিজ নামে মোট ২২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২১১ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ২৪১ টাকা সন্দেহজনক লেনদেন করায় দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করেন।
জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়কর নথির শুরু হতে ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র বা তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।
আরেক আবেদনে বলা হয়, জেসমিন আক্তার রাজনৈতিক প্রভাব, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ আর্থিক সহায়তায় অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত-আয়ের উৎস বহির্ভূত এক কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫৪৬ টাকার সম্পদের মালিকানা অর্জনপূর্বক ভোগদখলে রাখায় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা দায়ের করে। আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথির শুরু হতে ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র বা তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।
এসএস/টিএ