স্ত্রী সুনীতা আহুজার সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে নতুন করে বিতর্কে জড়ালেন বলিউড তারকা গোবিন্দ। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলার পর স্ত্রীর উদ্দেশে পাল্টা প্রশ্ন তুলেছেন তিনি। দীর্ঘ চার দশকের দাম্পত্যের কথা স্মরণ করিয়ে গোবিন্দ বলেছেন, এত বছরে তিনি একাধিক বিয়ে করেননি, তবু বারবার তাঁকে সন্দেহের মুখে পড়তে হচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা সতর্ক করে বলেছিলেন, গোবিন্দের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর সত্য প্রমাণিত হলে তিনি কোনো ছাড় দেবেন না। এই মন্তব্যের পরই ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা। তাঁর দাবি, এই ধরনের বক্তব্যে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন এবং দমবন্ধ অনুভব করছেন। তাই সুনীতা ও পরিবারের অন্য সদস্যদের প্রতি তাঁর অনুরোধ, তাঁরা যেন সংবাদমাধ্যমে আর কোনো বিতর্কিত মন্তব্য না করেন।
গোবিন্দ পাল্টা প্রশ্ন তুলে বলেছেন, “আমার কটা বিয়ে হয়েছে? চল্লিশ বছর হয়ে গেছে। আমার কি দুই বা তিনবার বিয়ে হয়েছে? যারা বারবার বিয়ে করেছেন, তাঁদের স্ত্রীরা তো কিছু বলেন না। তাঁরা বরং আনন্দে ঘুরে বেড়ান।” তাঁর মতে, শুধু তাঁকেই কাঠগড়ায় তোলা হচ্ছে।
অভিনেতার দাবি, বিনোদন জগতের অধিকাংশ মানুষের চরিত্রেই কোনো না কোনো দাগ রয়েছে। তবে খুব কম মানুষই আছেন যাঁদের ব্যক্তিগত জীবনে কোনো বিতর্ক নেই। তবু এই বিষয়গুলো সাধারণত প্রকাশ্যে আলোচনা করা হয় না বলেও মন্তব্য করেছেন তিনি।
গোবিন্দ আরও অভিযোগ করেছেন, তাঁকে অপমান করার জন্য তাঁর ভাগ্নে কৃষ্ণা অভিষেককেও ব্যবহার করা হচ্ছে। ছোট পর্দার বিভিন্ন অনুষ্ঠানে কৃষ্ণার মাধ্যমে তাঁর বিরুদ্ধে কটাক্ষমূলক সংলাপ বলানো হয় বলে দাবি করেছেন তিনি। এ বিষয়ে কৃষ্ণাকে সতর্ক করেছিলেন বলেও জানান অভিনেতা। তবে এতে সুনীতার মন খারাপ হয়েছিল বলে জানিয়েছেন গোবিন্দ। তাঁর ভাষায়, “আমি জানি না, কখন কীসে কার মন খারাপ হয়।”
এই বিতর্কের মধ্যেই দাম্পত্য ভাঙনের গুঞ্জন ছড়ালেও সুনীতা আগেই জানিয়েছিলেন, তাঁদের বিচ্ছেদ হচ্ছে না। তবু সাম্প্রতিক মন্তব্যে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে গোবিন্দ ও সুনীতার সম্পর্ক।
এমকে/টিএ