নির্বাচন নিয়ে এনসিপির উদ্বেগ, বৈঠকে প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে নিজেদের বিভিন্ন উদ্বেগ ও পর্যবেক্ষণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলটির চার সদস্যের এক প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন—দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

বৈঠকে সরকারের পক্ষ থেকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন। বৈঠককালে এনসিপি নেতৃবৃন্দ নির্বাচনের পরিবেশ নিয়ে তাঁদের পর্যবেক্ষণ তুলে ধরেন। তাঁরা জানান, গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নের পক্ষে এনসিপির সর্বস্তরের নেতা-কর্মীরা প্রচারণা চালাচ্ছেন। একই সাথে তাঁরা নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকারকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এনসিপি নেতাদের আশ্বস্ত করে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সম্পর্কিত যেকোনো অভিযোগ বা পরামর্শ থাকলে তাৎক্ষণিকভাবে সরকারকে জানাবেন। সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ড. ইউনূস আরও বলেন, ‘মাঠ প্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিতের জন্যই লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। এই নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। এটি দেশের ভাগ্য নির্ধারণ ও দেশ পাল্টে দেওয়ার নির্বাচন। তাই এই নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু হতে হবে।’

ভোটকেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, অধিকাংশ কেন্দ্র জানুয়ারির মধ্যেই সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ‘বডি ক্যামেরা’ থাকবে, যা কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটর করা হবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারি প্রচারণার আইনি ভিত্তি সম্পর্কে তিনি বলেন, ‘আমরা আইনসম্মতভাবেই প্রচারণা করছি। "হ্যাঁ" ভোট কেন দেওয়া প্রয়োজন এবং এর সুফল কী, তা আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করছি। আমি সব রাজনৈতিক দলকেও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানাই। নির্বাচনকে উৎসবমুখর করা আমাদের সবার দায়িত্ব।’


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে ব্রিফিংয়ের আয়োজন ইসির Jan 19, 2026
img
সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত, আশঙ্কাজনক ৩ সদস্য Jan 19, 2026
img
আসুন শহীদদের ঋণ স্বীকার করি, তাদের স্বপ্নকে ‘হ‍্যাঁ’ বলি: আলী রীয়াজ Jan 19, 2026
img
কমিশন যেন আন্দোলনের মাঠে নামতে বাধ্য না করে, হুঁশিয়ারি নাহিদের Jan 19, 2026
img
ছেলের দ্বিতীয় বিয়েতে সবার নজর কাড়লেন ৫২ বছর বয়সী মরিয়ম নেওয়াজ! Jan 19, 2026
img
বিমানবন্দর ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে ১০ হাজার টাকা জরিমানা Jan 19, 2026
img
ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার করল দুই দেশ Jan 19, 2026
img
আগের মতো পাতানো নির্বাচন হতে দেবো না, ভোট হবে ৯১'র মতো: নাহিদ ইসলাম Jan 19, 2026
img
দেব-শুভশ্রীর কামব্যাক, সিনেমা মুক্তির ১০ মাস আগেই হাউসফুল! Jan 19, 2026
img

রুমিন ফারহানার প্রশ্ন

ডিসি আমাকে কোন এখতিয়ারে শোকজ করে? Jan 19, 2026
img
‎শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধারা রক্ত দেয়নি : ফরিদা আখতার Jan 19, 2026
img
গণভোটের গোলাপি ব্যালটই নির্ধারণ করবে জাতির ২০-৫০ বছরের ভবিষ্যৎ: ফাওজুল কবির Jan 19, 2026
img
২৬ ফেব্রুয়ারী চার হাত এক করতে যাচ্ছে বিজয়-রাশ্মিকা Jan 19, 2026
img
সবার আগে তারেক রহমানকে শোকজ করা উচিত: আসিফ মাহমুদ Jan 19, 2026
img
আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত Jan 19, 2026
img
আগামীকাল রাজবাড়ীতে আসছেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান Jan 19, 2026
img
ছাত্র সংসদ নির্বাচন বন্ধের অপচেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: সাদিক কায়েম Jan 19, 2026
img
ফেসবুকে ভুয়া ছবি ভাইরাল, বিব্রত হাসান মাসুদ Jan 19, 2026
img
শেষ মুহূর্তে মাঠ ছাড়ায় শাস্তির মুখে সেনেগাল Jan 19, 2026
img
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি Jan 19, 2026