নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত দেশটির মুস্তাং জেলার অন্তর্গত জমসম শহর। এ শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত। মূলত প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের কারণে জনপ্রিয় এই এলাকায় এর আগে ভারতের বেশকিছু সিনেমার শুটিং হয়েছে।
এবার বাংলাদেশের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’-এরও এই একই এলাকায় শুটিং হল। মিউজিক্যাল ফিল্মটিতে প্রথমবারের মতো জুটি বেধেছেন ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনয় শিল্পী সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহান। জানা গেছে, সেখানে মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাদের শুটিং হয়।
এটি মূলত আলোচিত গান ‘ময়না’র টিমের দ্বিতীয় প্রজেক্ট। ২০২৫ সালের জুলাইয়ে প্রকাশিত ‘ময়না’ গানটি দর্শক-শ্রোতাদের মাঝে বেশ আলোচনায় আসে। সেই গানে কণ্ঠ দিয়েছিলেন কোনাল ও নিলয়, কথা লিখেছিলেন আসিফ ইকবাল এবং ভিডিও নির্মাণ করেছিলেন তানিম রহমান অংশু।
‘ও জান’-এও একই সংগীতশিল্পীরাই কণ্ঠ দিয়েছেন। এতে গীতিকার হিসেবে আছেন আসিফ ইকবাল। তবে এবার সুরে যুক্ত হয়েছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
উল্লেখ্য, মিউজিক্যাল ফিল্মটি নতুন বছর উপলক্ষ্যে প্রকাশের প্রাথমিক পরিকল্পনা থাকলেও নানা কারণে সেটা পিছিয়ে যায়। আগামী ৩০ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি প্রকাশিত হবে।
এমআর/টিএ