বিএনপি নেতাকর্মীদের পাশে চাই: নুর

গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে বলেছেন,“আপনারা তো আমার সহযোগী। আপনাদের আমি সঙ্গে চাই, পাশে নিয়ে এগিয়ে যেতে চাই।”

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার আউলিয়াপুর হাইস্কুল মাঠে রণগোপালদী ইউনিয়ন গণ অধিকার পরিষদের আয়োজনে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দলের আদর্শ ও নির্দেশনার পরিপন্থী কাজ করা ঠিক হবে না। এতে জাতীয় রাজনীতিতে আপনাদের দল সম্পর্কে একটি নেতিবাচক বার্তা যাবে-যে জোট করেও মিত্রদের সঙ্গে কাজ করা হয় না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অন্যান্য দলের নেতাকর্মীদের মতো বিএনপির নেতাকর্মীরাও আমাদের সমাবেশে অংশ নিয়ে তা পরিপূর্ণ করবে।”

নিজ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,“আমরা সবাই মিলে গলাচিপা-দশমিনাকে আগামীতে উন্নয়নের একটি রোল মডেল উপজেলা ও নির্বাচনী আসনে পরিণত করব, ইনশাআল্লাহ।”

রাজনৈতিক সম্প্রীতি নিয়ে নুর বলেন,“আমরা বারবার বলছি-এই জনপদে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, চরমোনাই (ইসলামী আন্দোলন)-কোনো রাজনৈতিক বিভেদ নয়। আমরা ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়ে একটি নতুন সমাজ এবং গলাচিপা-দশমিনা গড়ে তুলতে চাই।”

রাজনীতিতে ক্ষমাশীলতার বিষয়ে তিনি বলেন,“গত সাত বছরে আমি অনেকের দ্বারা আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি, আমার পরিবার অপমানিত হয়েছে। কিন্তু আপনারা দেখবেন, গত দেড় বছরে আমি কাউকে কটু কথা বলিনি, হুমকি দিইনি, লাঞ্ছিত করিনি। বারবার বলছি-আমি ক্ষমা করে দিয়েছি।”

তিনি অভিযোগ করেন, একটি মহল স্কুলশিক্ষকদের হুমকি দিচ্ছে। তিনি বলেন,“আমার স্ত্রীও একজন শিক্ষক। তাকেও শাসানো হয়েছে, নানাভাবে বাজে কথা বলা হয়েছে। এখন আপনারাই বলেন-আপনাদের জন্য কাজ করতে এসে কি আমার পরিবারকেও বারবার অপমানিত হতে হবে? ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু ডান-বাম দেখব না-পরিষ্কার কথা।”

আশ্বাস দিয়ে নুর বলেন,“আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই-আমরা গলাচিপা-দশমিনায় ন্যায় ও ইনসাফের একটি জনপদ প্রতিষ্ঠা করতে চাই, যেন কোনো মানুষ অন্যায়ের শিকার না হয়, কেউ অধিকারবঞ্চিত না থাকে।”

এ সময় দশমিনা ও গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদ এবং বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে গলাচিপা ও দশমিনা উপজেলা এবং গলাচিপা পৌর বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দলীয় সূত্র জানায়, মূলত নুরের পক্ষে কাজ না করায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে।


এদিকে নুরুল হক নুরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য বহিষ্কৃত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন। বিলুপ্ত তিন কমিটির একটি অংশ তার অনুসারী বলে জানা গেছে।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের কেনো স্থান নেই: নেতানিয়াহু Jan 20, 2026
img
সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা Jan 20, 2026
img
সরকারি অ্যাম্বুলেন্সে গণভোটের প্রচার Jan 20, 2026
img
সিলেটে সব বিশ্বমানের খেলোয়াড়, মন্তব্য ইংলিশ ক্রিকেটারের Jan 20, 2026
img
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী! Jan 20, 2026
img
গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে : জামায়াত আমির Jan 20, 2026
img
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়লো সাড়ে চার শতাধিক ঘর Jan 20, 2026
img
ধর্মেন্দ্রর ৭৬০ কোটির বাংলো সংস্কারের সিদ্ধান্ত সানি ও ববি দেওলের Jan 20, 2026
img
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট বিএনপি নেতা সারোয়ার আলমগীর Jan 20, 2026
img
ব্রিটিশ হাই কমিশনে ‘ডিউক অব এডিনবার্গ গোল্ড অ্যাওয়ার্ড' পেল চবির ৫ শিক্ষার্থী Jan 20, 2026
img
তারেক রহমানের চট্টগ্রাম সফর নিয়ে আমীর খসরুর বার্তা Jan 20, 2026
img
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক Jan 20, 2026
img

ট্রাম্পের সাথে উত্তেজনা

গ্রিনল্যান্ডে ফের সেনা মোতায়েন করল ডেনমার্ক Jan 20, 2026
img
জয়া আহসানের নতুন লুক, সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় Jan 20, 2026
img
বলিউড সিনেমার শুটিং লোকেশনে সুনেরাহ-রেহানের রোম্যান্স Jan 20, 2026
img
২০২৬: গরমের নতুন রেকর্ডের বছর হতে চলেছে Jan 20, 2026
img
বিমানবন্দর থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কেল Jan 20, 2026
img
ইব্রাহিম-রাসুলির ঝড়ে ক্যারিবীয়দের হার Jan 20, 2026
img

গ্রিনল্যান্ড ইস্যু

সামরিক পদক্ষেপে ‘নো কমেন্ট’, শুল্কারোপে ‘১০০% হ্যাঁ’ ট্রাম্পের Jan 20, 2026
img
সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে মুখ খুলল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর Jan 20, 2026