আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি রেস্তোরাঁয় শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত হয়েছেন। যারমধ্যে চীনের এক নাগরিক রয়েছেন। বাকিরা আফগানি। সোমবার (১৯ জানুয়ারি) রাতে এ বোমার বিস্ফোরণ ঘটায় আইএসআইএল। তারা ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে।
রেস্তোরাঁটি চীনের এক মুসলিম নাগরিক যৌথভাবে চালাতেন। যেখানে বিস্ফোরণ ঘটেছে সেটি আফগানিস্তানের অন্যতম নিরাপদ স্থান হিসেবে বিবেচিত।
রেস্তোরাঁর রান্নাঘরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। আইএসআইএল এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে।
নিহত চীনা নাগরিকের নাম আইয়ুব। আইএসআইএল সংশ্লিষ্ট আমাক নিউজ এজেন্সি জানিয়েছে, উইঘুরদের ওপর চীন সরকার নির্যাতন চালানোয় তারা চীনা নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর বসবাস। সেখানে প্রায় ১ কোটি উইঘুর থাকেন। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, উইঘুরতের ওপর ব্যাপক দমন-নিপীড়নমূলক কর্মকাণ্ড চালায় চীন সরকার। তবে তারা এসব দাবি অস্বীকার করে থাকে। চীন সরকারের দাবি, পশ্চিমারা তাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালায়।
আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, হামলার শিকার রেস্তোরাঁটি কাবুলের বাণিজ্যিক এলাকা শাহর-ই-ন-তে অবস্থিত। সেখানে বিভিন্ন অফিস ভবন, শপিং কমপ্লেক্স এবং দূতাবাস রয়েছে। এই এলাকাটিকে আফগানিস্তানের অন্যতম নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করা হয়।
চীনা নুডলস বিক্রি করা রেস্তোরাঁটি আব্দুল মজিদ নামে এক চীনা নাগরিক তার স্ত্রী ও আব্দুল জব্বার মাহমুদ নামে অন্য এক আফগানির সঙ্গে যৌথভাবে চালাতেন।
সূত্র: আলজাজিরা
আরআই/টিকে