নাটকীয়তায় ভরপুর আফকনের ফাইনাল নিয়ে অসন্তুষ্ট সেনেগালের তারকা সাদিও মানে। এমন জয়ের চেয়ে হার মেনে নেয়াও সহজ বলে মন্তব্য করেন তিনি। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ সেনেগালের সবাই। সেনেগালের সঙ্গে যা হয়েছে তা খুব অন্যায় বলে মন্তব্য করেন ফাইনালের একমাত্র গোলদাতা পাপা গুইয়ে।
একটা ফাইনাল জন্ম দিলো কতশত বিতর্কের। গোল বাতিল, রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, ফুটবলারদের মাঠ ছেড়ে উঠে যাওয়া। ঘটনাবহুল এক ফাইনালের পর বৃথা গেলো মরক্কোর ৫০ বছরের অপেক্ষা। আর পাঁচ বছর পর দ্বিতীয়বারের মতো আফ্রিকান কাপ অব নেশন্সের শিরোপা জিতলো সেনেগাল।
ম্যাচজুড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কত না ঘটনা ঘটলো। রাবাতে মরক্কোর ঘরের মাঠে দু'দলের রোমাঞ্চকর লড়াইয়ের পরও গোলশূণ্য থেকে শেষ হয় খেলা। নির্ধারিত সময়ের শেষ দিকে শুরু হয় আসল রোমাঞ্চ। ব্রাহিম দিয়াজের ওপর ওঠে ফাউলের অভিযোগ। কঙ্গোলিজ রেফারি জ্যঁ-জ্যাক অ্যানডালা ভিএআর দেখে মরক্কোকে পেনাল্টি দেয়। আর তাতেই ক্ষোভে ফুঁসে ওঠে পুরো সেনেগাল শিবির। মাঠ ছেড়ে উঠে যাওয়ার সিদ্ধান্ত নেয় পুরো দল। এরপর কিছু সময়ের জন্য ড্রেসিংরুমে চলে যায় সাদিও মানের দল। ১৭ মিনিট বন্ধ থাকে খেলা। এরপর দলের সবচেয়ে বড় তারকা সাদিও মানের কথায় আবারও মাঠে ফেরে সেনেগাল, শুরু হয় খেলা। পেনাল্টি থেকে পানেনকা শটে গোল করতে ব্যর্থ হন ব্রাহিম দিয়াজ।
নির্ধারিত সময়ের খেলা শেষে এরপর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। আর শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল। ২০২১ এর আবারও আফ্রিকান কাপ অব নেশন্সের শিরোপা ঘরে তোলে সাদিও মানের দল। তবে, এ জয়েও স্বস্তি নেই সেনেগাল শিবিরে। এমন জয়ের চেয়ে হারও ভালো ছিলো বলে মন্তব্য করেন সাদিও মানে। খেলা শেষে রীতিমতো ক্ষোভ ঝাড়েন তিনি সহ দলের বাকিরা।
সেনেগালের ফুটবলার সাদিও মানে বলেন, 'সত্যি বলতে, এভাবে যদি একটা ফাইনাল শেষ হয় তাহলে সেটা খুবই দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। ব্যক্তিগতভাবে আমার মত হলো এ ধরনের পরিস্থিতি বিশ্বের সামনে তুলে ধরা লজ্জাজনক। এখন আফকন অনেক মানুষ দেখে এবং উপভোগ করে। আফ্রিকান ফুটবল অবিশ্বাস্যভাবে উন্নতি করছে। তাই আমার কাছে এই খেলাটা অনেক সম্মানের। এমনভাবে ম্যাচ শেষ করার চেয়ে হার মেনে নেয়াও সহজ ছিলো। সেটার জন্যেও আমি প্রস্তুত ছিলাম। আমি খেলোয়াড়দের বলেছিলাম মাঠে ফিরে যেতে। মাঠে ফিরে গিয়ে যাতে তারা সেরা ফুটবলটাই খেলে সেটাই তাদের অনুরোধ করেছিলাম। ঈশ্বর মহান, তিনি যা করেন তা ভালোর জন্যই করেন।'
শুধু সাদিও মানেই নন, এমন ম্যাচ নিয়ে রীতিমতো হতাশ ফাইনালের একমাত্র গোলদাতা পাপা গুইয়ে। রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, ভিএআরে গোল বাতিলসহ ম্যাচের অসঙ্গতিপূর্ণ সিদ্ধান্তে সেনেগালের সাথে অন্যায় হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পাপা গুইয়ে বলেন, 'আমাদের সঙ্গে যা হয়েছে তা খুব অন্যায় হয়েছে। রেফারি ভিএআর দেখতে যাননি, আমাদের গোল বাতিল করেছেন। তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মানুষ, তাদের এমন ব্যবহারে আমরা হতাশ হয়েছি। এরপর সাদিও মানের কথায় আবারও মাঠে ফিরে যাই।'
তবে, ঘরের মাঠে ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আফ্রিকান কাপ অব নেশন্সে শিরোপা জিততে না পারায় আক্ষেপে পুড়ছে মরক্কোর ফুটবলার ও সমর্থকরা।
এসকে/এসএন