বেনাপোল দিয়ে বন্ধ আমদানি-রপ্তানি

করোনাভাইরাস নিয়ে উদ্বেগের মধ্যে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এতে করে দুই দেশের মধ্যে বেনাপোল চেকপোস্ট দিয়ে শুক্রবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রোববার সকাল থেকে ২৭ মার্চ পর্যন্ত পাঁচ দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এ বিষয়ে পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত মোতাবেক পাঁচ দিনের জন্য সকল রকম আমদানি-রপ্তানিসহ সীমান্ত বাণিজ্য বন্ধ রাখা হবে। ২৭ মার্চের পর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার সুপার নাশিদুল হক বলেন, রোববার সকাল থেকে বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরের পণ্য উঠানামা ও খালাস প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।

আমদানি রপ্তানি বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট খোলা থাকবে বলে জানিয়েছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ওসি (ইমিগ্রেশন) আহসান হাবিব।

 

টাইমস/এইচইউ

Share this news on: