সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সংস্থার সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকের প্রসিকিউশন বিভাগের আমিনুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন আসামি সোহানুর রহমান সোহানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে সোহানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এর আগে এদিন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ তাকে গ্রেফতার করার তথ্য জানান।
২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন গত বছরের ৫ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
প্রশ্নফাঁসের মামলায় গ্রেফতারের পর দুদকের মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে আবেদ আলী জীবনকে। দুদকের আবেদনে গত বৃহস্পতিবার আবেদ আলী জীবনকে দুর্নীতির এক মামলায় তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।
এমকে/টিএ