আরেকবার যুবক হয়ে লড়তে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর এক হোটেলে অনুস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘পলিসি সামিট ২০২৬’ এর সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের আশা জেগেছে আমরা সবাই মিলে আগামীতে নতুন বাংলাদেশ গড়তে পারব। বিদেশে গেলে আমরা বলি আমাদের দুইটি রেমিট্যান্স দরকার। আর্থিক ও বুদ্ধিমত্তা প্রয়োজন। বাংলাদেশ ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকব না।
বিশ্বের সব দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেখান থেকে পিছিয়ে যাচ্ছি মন্তব্য করে যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, তোমাদের কাজ এখনো শেষ হয়নি। তোমরা স্বৈরাচার সরিয়েছো, কিন্তু স্বৈরাচারী মানসিকতা সরেনি।
জামায়াত সরকার গঠন করলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা হবে নৈতিকতাভিত্তিক ও প্রফেশনাল হবে জানিয়ে তিনি বলেন, শিক্ষার লক্ষ্য ঠিক থাকতে হবে। সত্যিকারের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে সব অন্যায় দূর হবে। এই বিচার কোন ব্যক্তির প্রভাব বা অবস্থান দেখে হবে না। এমন বিচারব্যবস্থা নিশ্চিত করা হবে।
আইকে/টিএ