ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে লড়বেন ৯১ জন। ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন জমা দিয়েছিল ১০৪ জন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে গণঅধিকার পরিষদের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন জমা দিয়েছিল ১০৪ জন। সর্বমোট ১৩ জন প্রার্থী প্রত্যাহার করায় চূড়ান্তভাবে ট্রাক প্রতীকে লড়বেন ৯১ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
আরও পড়ুন: ঢাকার ২০ আসনে সরে দাঁড়ালেন যেসব প্রার্থী
বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই দেশব্যাপী আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় নামতে পারবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমআই/এসএন