ভোলায় আইসোলেশনে বিদেশফেরত প্রবাসী

ভোলার দৌলতখান উপজেলায় জহিরুল হক নামের এক বিদেশফেরত প্রবাসীকে করোনা সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওই প্রবাসী জ্বর, সর্দি, ও গলাব্যথা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক করোনা সন্দেহে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন।

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রবাসী জহিরুল হক জ্বর, সর্দি ও গলাব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসেন। এসময় করোনা সন্দেহে তাকে আইসোলেশনে রাখা হয়। তবে করোনা আছে কি নেই তা কেবল নমুনা পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে।

এদিকে জেলার স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় মোট ৩২২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে হোম কোয়ারেন্টাইন শেষ করে এখনো পর্যন্ত ৬০ জন পেয়েছেন ছাড়পত্র।

 

টাইমস/আরএ/এইচইউ

Share this news on: