দক্ষিণ ভারতীয় সিনেমায় বলিউড তারকাদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। প্যান-ইন্ডিয়া প্রকল্পে যুক্ত হয়ে একাধিক ভাষার ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয়শিল্পীরা নিজেদের পরিসর আরও বিস্তৃত করছেন। যদিও আগে এক ইন্ডাস্ট্রির তারকাদের অন্য ইন্ডাস্ট্রিতে খুব একটা দেখা যেত না, তবে ক্রমেই বিভিন্ন ভাষার সিনেমায় এবং আলাদা ইন্ডাস্ট্রিতে অভিনেতা-অভিনেত্রীদের কাজের সংখ্যার বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে।
বিশেষ করে প্যান ইন্ডিয়া ছবির ইতিবাচক প্রভাবই বলিউড ও দক্ষিণী তারকাদের ওপর পড়তে শুরু করেছে বলে মনে করছেন দেশটির চলচ্চিত্র বিশেষজ্ঞরা। ফলে ক্রমেই বলিউড ও দক্ষিণী সিনেমার তারকাদের এখন অন্য ইন্ডাস্ট্রিতে গিয়েও অভিনয় করতে দেখা যাচ্ছে। যদিও এক্ষেত্রে সকলেই সফলতার দেখা পাচ্ছেন না, তবে কাজের সংখ্যা বৃদ্ধি ইতিবাচকভাবেই দেখছেন সিনেমা সংশ্লিষ্টারা।
তারই ধারাবাহিকতায় ২০২৬ সালে বেশ কয়েকজন বলিউড তারকাকে দক্ষিণী সিনেমায় দেখা যাবে। এ তালিকায় কারা আছেন, সেটাই দেখে নেওয়া যাক।
কিয়ারা আদভানি
যশ, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া অভিনীত গ্যাংস্টার ঘরানার ছবি ‘টক্সিক’-এর মাধ্যমে কন্নড় সিনেমায় অভিষেক করতে চলেছেন কিয়ারা আদভানি। গীতু মোহনদাস পরিচালিত এই প্যান-ইন্ডিয়া ছবিটি ইতোমধ্যেই কিয়ারার বৈচিত্র্যময় চলচ্চিত্রের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে চলেছে। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার ক্রমবর্ধমান উপস্থিতির কারণে ছবিটিকে অভিনেত্রীর ক্যারিয়ারের অন্যতম রোমাঞ্চকর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
জাহ্নবী কাপুর
রামচরণ অভিনীত স্পোর্টস অ্যাকশন ড্রামা ‘পেদ্দি’ দিয়ে তেলেগু সিনেমায় ফিরছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। জুনিয়র এনটিআর অভিনীত ‘দেবরা: পার্ট ১’-এর পর এটি তার দ্বিতীয় তেলেগু ছবি। বুচি বাবু সানা পরিচালিত আসন্ন ছবির মাধ্যমে জাহ্নবী দক্ষিণ ভারতীয় সিনেমায় নিজের অবস্থান আরও শক্ত করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে, যা সিনেমায় তার উচ্চাকাঙ্ক্ষা ও ক্রমবর্ধমান সাফল্যের প্রতিফলন।
ম্রুণাল ঠাকুর
দুলকার সালমানের সঙ্গে ‘সীতা রামম’ এবং নানির সঙ্গে ‘হাই নান্না’-এর সাফল্যের পর ম্রুণাল ঠাকুর এবার আদিভি শেষের বিপরীতে ‘ডাকোইট’ ছবিতে অভিনয় করছেন। অনুরাগ কাশ্যপ অভিনীত এই অ্যাকশন ড্রামা ম্রুণালকে দক্ষিণ ভারতীয় সিনেমায় দৃঢ় স্থান গড়তে সহায়তা করবে এবং তার প্যান-ইন্ডিয়ান যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ওয়ামিকা গাব্বি
২০২৬ সালে তিনটি বড় দক্ষিণ ভারতীয় প্রকল্প নিয়ে ব্যস্ত থাকছেন ওয়ামিকা গাব্বি। তাকে দেখা যাবে তেলেগু অ্যাকশন থ্রিলার ‘জিটু’, তামিল রোমান্টিক ড্রামা ‘ডিসি’ এবং মালয়ালম অ্যাকশন ড্রামা ‘টিকি টাকা’-তে। একাধিক ভাষার ছবিতে তার শক্তিশালী উপস্থিতি এ তারকাকে সত্যিকারের প্যান-ইন্ডিয়ান অভিনেত্রী হিসেবে আরও প্রতিষ্ঠিত করবে।
সাই মাঞ্জরেকর
সাই মাঞ্জরেকর অভিনয় করছেন তেলেগু ছবি ‘দ্য ইন্ডিয়া হাউস’-এ। স্বাধীনতা-পূর্ব লন্ডনের প্রেক্ষাপটে নির্মিত এ ছবিতে ঐতিহাসিক ইন্ডিয়া হাউস আন্দোলনের আবহে একটি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে আরও রয়েছেন নিখিল সিদ্ধার্থ ও অনুপম খের। এই সিনেমার মধ্য দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন সুপারস্টার রাম চরণ।
রাঘব জুয়াল
তেলেগু সিনেমায় অভিষেক করতে চলেছেন রাঘব জুয়াল। শ্রীকান্ত ওডেলা পরিচালিত আসন্ন ‘প্যারাডাইস’ সিনেমায় দেখা যাবে তাকে। ইতোমধ্যে ‘কিল’ এবং ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে রীতিমতো প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন তিনি। পরিণত হয়েছেন বলিউডের নতুন সেনসেশনে। ফলে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার এ পদক্ষেপকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।
অক্ষয় ওবেরয়
হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখছেন অক্ষয় ওবেরয়। তিনি কন্নড় প্যান-ইন্ডিয়া ছবি ‘টক্সিক’-এর মাধ্যমে দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেক করছেন। যশ, নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়াকে নিয়ে তারকাখচিত এই সিনেমায় কাজ করা অক্ষয়ের জন্য নতুন ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
অভিষেক ব্যানার্জি
কৌতুকধর্মী চরিত্রের বাইরে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার পর, অভিষেক ব্যানার্জি নেটফ্লিক্সের তামিল ওয়েব সিরিজ ‘লিগ্যাসি’-এর মাধ্যমে দক্ষিণী কনটেন্টে পা রাখছেন। এই সিরিজে তার সঙ্গে রয়েছেন আর মাধবন, গুলশান দেবাইয়া ও নিমিশা সজায়ান। প্রকল্পটি প্যান-ইন্ডিয়ান কনটেন্টে অভিষেকের চাহিদা ও গ্রহণযোগ্যতা আরও স্পষ্ট করেছে।
আদর্শ গৌরব
বিশ্বব্যাপী প্রশংসিত অভিনেতা আদর্শ গৌরব তেলেগু ছবি ‘হ্যাপি বার্থডে উমা’-এর মাধ্যমে দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেক করতে চলেছেন। মনস্তাত্ত্বিক ভৌতিক ও বিজ্ঞান কল্পকাহিনীর সংমিশ্রণে নির্মিত এই ছবিতে তিনি নিজের মাতৃভাষায় অভিনয় করবেন, যা তার ক্যারিয়ারের এই অধ্যায়কে ব্যক্তিগত ও সাংস্কৃতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
গুলশান দেবাইয়া
সবশেষে ঋষভ শেঠির কন্নড় মহাকাব্যিক ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর সাফল্যের পর, গুলশান দেবাইয়া তামিল নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘লেগ্যাসি’-তে অভিনয়ের মাধ্যমে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে আরও সক্রিয় হচ্ছেন। পাশাপাশি তাকে দেখা যাবে তেলেগু ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’-এ যেখানে তিনি সামান্থা রুথ প্রভুর সঙ্গে অভিনয় করবেন।
এমকে/টিএ