‘পুষ্পা’ ও ‘পুষ্পা টু’-এর সাফল্যের পর থেকেই সিনেপ্রেমীদের অপেক্ষা তুঙ্গে তৃতীয় কিস্তি নিয়ে। ‘পুষ্পা থ্রি: দ্য র্যাম্পেজ’ মুক্তি পেলে আবারও যে বক্স অফিসে ঝড় উঠবে, সেই বিশ্বাস দর্শকের মধ্যেই স্পষ্ট। আগের দুই ছবির মতোই এবারও ‘ঝুঁকেগা নেহি’ মনোভাবেই প্রেক্ষাগৃহে দাপট দেখাবে এই ফ্র্যাঞ্চাইজি, এমনটাই আশা করছেন অনুরাগীরা। এর মধ্যেই নতুন এক জল্পনা আগুনে ঘি ঢেলেছে। শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি একসঙ্গে দেখা যেতে পারে আল্লু অর্জুন ও বলিউডের সুপারস্টার সালমান খানকে।
বিনোদন জগতের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, ‘পুষ্পা থ্রি’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন সলমন খান। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ছবির নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রযোজনা সংস্থা এই তৃতীয় কিস্তিকে আগের দুই ছবির তুলনায় আরও বড় আকারে উপস্থাপনের পরিকল্পনা করছে।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই ছবির প্রাক-প্রযোজনার কাজ শুরু হয়েছে। গল্প, চরিত্র ও পরিসরের দিক থেকে ‘পুষ্পা থ্রি’-তে নাকি আরও অনেক নতুন মাত্রা যোগ করা হবে। সেই ভাবনাচিন্তার মধ্যেই সলমন খানের নাম উঠে আসছে বারবার। গুঞ্জন অনুযায়ী, ছবিতে সলমনকে এক প্রভাবশালী শিল্পপতির চরিত্রে দেখা যেতে পারে, যার নাম হতে পারে ‘সুলতান’। এই চরিত্রটি নাকি গল্পের মোড় ঘোরাতে বড় ভূমিকা নেবে।
শোনা যাচ্ছে, ছবির প্রস্তুতির অংশ হিসেবে হায়দরাবাদে একটি অফিসও নিয়েছে প্রযোজনা সংস্থা। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, তৃতীয় কিস্তি নিয়ে প্রস্তুতি বেশ জোরদারভাবেই এগোচ্ছে। তবে শুটিং শুরু হতে এখনও সময় রয়েছে। কারণ এই মুহূর্তে পরিচালক সুকুমার এবং আল্লু অর্জুন দু’জনেই অন্য একটি ছবির কাজে ব্যস্ত। সেই কাজ শেষ হলেই ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির শুটিং শুরু হবে।
ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, সব পরিকল্পনা ঠিকঠাক চললে দু’হাজার আটাশ সালের দিকে শুটিং ফ্লোরে যেতে পারে ‘পুষ্পা থ্রি: দ্য র্যাম্পেজ’। ততদিন পর্যন্ত দর্শকদের ভরসা জল্পনা আর অপেক্ষা। তবে যদি সত্যিই আল্লু অর্জুন ও সালমান খান এক ফ্রেমে ধরা দেন, তা হলে ভারতীয় সিনেমার ইতিহাসে এটি হতে পারে অন্যতম বড় চমক।
এমকে/টিএ