রুপোলি পর্দায় আসতে চলেছে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনকাহিনি। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরোদমে। আগামী মার্চ মাস থেকেই শুরু হওয়ার কথা শুটিং। কলকাতায় টানা কয়েক দিন ধরে রেকি সেরে মুম্বই ফিরেছেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানী ও তাঁর টিম। ছবির নায়ক ইতিমধ্যেই চূড়ান্ত হলেও, সবচেয়ে কৌতূহলের জায়গা হয়ে দাঁড়িয়েছে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, সেই প্রশ্ন।
এই নিয়েই উঠে এসেছে সবচেয়ে চমকপ্রদ তথ্য। পরিচালক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই চরিত্রের জন্য নায়িকা বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে আলোচনা না করে কোনও নাম ঘোষণা করা হবে না। সৌরভ বিদেশ সফর থেকে ফিরে এলে তবেই নায়িকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। তবে এটুকু পরিষ্কার, ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী বাছা হবে বাংলা থেকেই।
ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। কিন্তু ডোনার চরিত্র ঘিরে জল্পনার শেষ নেই। প্রথম দিকে আলোচনায় উঠে এসেছিল ইশা সাহার নাম। নাচে পারদর্শিতা এবং ডোনার সঙ্গে শারীরিক সাদৃশ্যের কারণেই কাস্টিংয়ের তালিকায় জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে পরে কোনও অজানা কারণে সেই সম্ভাবনা আর বাস্তবায়িত হয়নি।
এর পর টলিউডে জোর আলোচনা শুরু হয় মিমি চক্রবর্তীকে ঘিরে। এক সময় মনে করা হচ্ছিল, রুপোলি পর্দায় রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন মিমিই। কিন্তু শেষ পর্যন্ত জানা যায়, তিনিও এই ছবিতে সৌরভের স্ত্রী হচ্ছেন না।
এখন টলিউডের অন্দরমহলে ঘুরপাক খাচ্ছে আরও কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম। তাঁদের মধ্যে রয়েছেন কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নির্মাতাদের ভাবনায়, ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে হলে অভিনেত্রীকে নাচে দক্ষ হতে হবে এবং মুখে থাকতে হবে স্বাভাবিক লাবণ্যের দীপ্তি। এই নিরিখে কোয়েল ও শুভশ্রীর নাম এগিয়ে রয়েছে বলেই শোনা যাচ্ছে।
অন্য দিকে, জয়া আহসান আন্তর্জাতিক স্তরে পরিচিত মুখ। ইতিমধ্যেই তিনি বলিউডেও কাজ করেছেন। সেই অভিজ্ঞতাও তাঁকে এই দৌড়ে আলাদা গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি জানা যাচ্ছে, শুধু বড়পর্দার নয়, ছোটপর্দার অভিনেতাদেরও এই ছবির জন্য বিবেচনা করা হচ্ছে। কারণ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের নানা অধ্যায় তুলে ধরতে ছবিতে থাকবেন একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র।
সব মিলিয়ে, বাংলার মহারাজের জীবনীচিত্র ঘিরে আগ্রহ ক্রমেই বাড়ছে। তবে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে শেষ পর্যন্ত কাকে দেখা যাবে, সেই উত্তর মিলবে সৌরভের সম্মতিতেই।
এমকে/টিএ