মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে 'বোর্ড অফ পিস' (BoP)-এ যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে মার্কিন প্রেসিডেন্টের পাঠানো আমন্ত্রণপত্রের প্রেক্ষিতেই পাকিস্তান এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২৮০৩ এর আওতায় গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত এই আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হলো ইসলামাবাদ।
বুধবার (২১ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, এই কাঠামোর মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা, ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা ব্যাপকভাবে বৃদ্ধি এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে সুনির্দিষ্ট ও কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে পাকিস্তান আশা প্রকাশ করে।
বিবৃতিতে ফিলিস্তিন সংকট সমাধানে পাকিস্তানের দীর্ঘস্থায়ী অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করা হয়। এতে বলা হয়, পাকিস্তান আশা করে যে এই প্রচেষ্টা একটি বিশ্বাসযোগ্য এবং সময়াবদ্ধ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় সহায়ক হবে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনা মেনে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে একটি স্বাধীন, সার্বভৌম ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র গঠনই এর লক্ষ্য, যার রাজধানী হবে আল-কুদ্ধ আল-শরিফ।
বোর্ড অফ পিস এর সদস্য হিসেবে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব এবং এই লক্ষ্যগুলো অর্জনে পাকিস্তান গঠনমূলক ভূমিকা পালন করে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়
আরআই/টিএ