আলোচিত ‘সন্ত্রাসী’ এহতেশামুল হক ভোলাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা পুলিশ। ভোলার বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে জায়গা দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি হয়ে ভোলা আলোচনার শীর্ষে উঠে আসে।
বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বাকলিয়া থানার কল্পলোক আবাসিকের মুখে মিডিয়া টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মিডিয়া টাওয়ারের সামনে সাংবাদিক হাউজিং সোসাইটির জায়গা দখল করে নিজের অফিস খুলেছিলেন ভোলা।
গ্রেপ্তারের বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, বুধবার রাতে ভোলাকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, এমন সন্ত্রাসীদের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন ঝুঁকিপূর্ণ। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সকালে আদালতে সোপর্দ করা হবে।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাতে খুন করা হয়েছিল সাবেক এসপি বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতুকে।
স্ত্রী খুনের ঘটনায় পুলিশ সদর দপ্তরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় ২০১৬ সালের ২৭ জুন নগরীর বাকলিয়া এলাকা থেকে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলিসহ এহতেশামুল হক ভোলা ও তার সহযোগী মো. মনিরকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। এরপর জামিনে এসে বিভিন্ন সময় গ্রেপ্তার হন ভোলা।
এসএস/টিএ