বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গতকাল (বুধবার) সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। যদিও রাজশাহীর দেওয়া ১৬৫ রান টপকে যাওয়ার মতো উইকেট ছিল বলে মনে করেন সিলেটের কোচ সোহেল ইসলাম। তার মতে- পারভেজ হোসেন ইমন ও খালেদ আহমেদের উইকেট হারানো ছিল ম্যাচের টার্নিং মুহূর্ত।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সোহেল ইসলাম বলেন, ‘অবশ্যই রান (লক্ষ্য) তাড়া করার মতো ছিল। আমার কাছে মনে হয় আজ উইকেটটা ভালো ছিল, মানে গত কয়েকটা ম্যাচ হয়েছে যে তারমধ্যে আজকের উইকেটটা আমার কাছে মনে হয়েছে যে ব্যাটসম্যানদের জন্য ভালো, তাই এই রান তাড়া করার মতো ছিল।’
লক্ষ্য তাড়ায় সিলেট শুরুতেই জাকির হাসানের উইকেট হারানোর পর ঝোড়ো ব্যাটিংয়ে কক্ষপথ ঠিক রাখেন পারভেজ ইমন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৪৮ রারে তিনি রানআউটআউট হয়ে যান। ইমনের উইকেট হারানো নিয়ে সোহেল বলেন, ‘যখন শুরুতেই উইকেট পড়ে যায়, তখন এটা দলের জন্য চাপের ব্যাপার। তো এটাও আমরা ওভারকাম করেছিলাম। ইমন খুব ভালো খেলছিল, ওর সঙ্গে স্যাম বিলিংস খুব ভালো জুটি গড়ে। তো টার্নিং পয়েন্ট বলতে পারেন যে ইমনের রানআউট। আমার কাছে মনে হয় পরবর্তীতে মঈন আলী এবং স্যাম বিলিংসের টানা দুই উইকেট আমাদেরকে অনেক দূর পিছিয়ে দিয়েছে।’
শেষদিকে বাউন্ডারিতে সাহিবজাদা ফারহানের দারুণ এক ক্যাচে আউট হন খালেদ। সেটি ছয় হলে ফল অন্য কিছু হতে পারত। ফলে আরও চাপে পড়ে যায় সিলেট। খালেদ আউট হওয়ার আগপর্যন্ত আশা ছিল বলে জানান কোচ সোহেল, ‘অবশ্যই টার্নিং পয়েন্ট ছিল। গত ম্যাচ (এলিমিনেটর) যেটা যেটা খেলেছি, তো ওইটাও কিন্তু আমাদের আশা ছিল। আমরা আসলে শেষ পর্যন্ত চেষ্টা করব। তো অবশ্যই ছিল এবং আপনারা জানেন যে খালেদ বিগ হিটার। তো দুইটা যদি ছয় হয়ে যেত তাহলে খেলার দৃশ্যটাই অন্যরকম হয়ে যেত। তো আমরা আশায়ই ছিলাম।’
আরআই/এসএন