আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রচারণায় ভারতকে উদ্দেশ্য করে কৌশলে খোঁচা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক সপ্তাহের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে পাকিস্তান। এই সিরিজটি হবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের শেষ প্রস্তুতি পর্ব।
তবে সফর প্রচারে ভারতকে খোঁচা না দিয়ে থাকতে পারেনি পিসিবি।
পিসিবি এক্স (সাবেক টুইটার)-এ যে ভিডিওটি শেয়ার করেছে, সেখানে দেখা যায়, একজন অস্ট্রেলীয় পর্যটক পাকিস্তান ঘুরে বেড়াচ্ছেন এবং দেশটির আতিথেয়তা উপভোগ করছেন। পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সালমান আঘা নিজে সেই পর্যটকের রাতের খাবারের বিল পরিশোধ করে বলেন, ‘মেহমান হো জি, আপ হামারে (আপনি আমাদের অতিথি)।’
পর্যটক ‘শুকরিয়া’ বলে তার স্থানীয় বন্ধুকে জানান, তিনি পাকিস্তানের আতিথেয়তা খুবই পছন্দ করছেন।
এরপরের দৃশ্যে এক স্থানীয় ট্যাক্সিচালক পর্যটককে বলেন, অতিথির কাছ থেকে তিনি টাকা নেবেন না।
পর্যটক ট্যাক্সি থেকে নেমে চলে যেতে চাইলে চালক তাকে থামিয়ে বলেন, ‘মেট, হ্যান্ডশেক ভুলে গেছেন! মনে হয় পাশের দেশে থেকেছিলেন (হাত মেলাতে ভুলে গেছেন- লাগছে প্রতিবেশী দেশেও ছিলেন)।’
এই সংলাপটি স্পষ্টতই গত বছরের এশিয়া কাপে ভারতের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানানোর ঘটনাকে ইঙ্গিত করে। পেহেলগাম হামলা এবং ‘অপারেশন সিঁদুর’ চলাকালে দুই দেশের সংঘাতের প্রেক্ষাপটে ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে হাত মেলানো বন্ধ রেখেছিল, যা পরবর্তী অন্যান্য ক্রিকেট আসরেও দেখা গেছে।
এই প্রোমোকে ভারতের সম্প্রচারকদের বহুল প্রচারিত ‘মওকা মওকা’ বিজ্ঞাপনের জবাব হিসেবেও দেখা হচ্ছে, যেখানে আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে পাকিস্তানের দুর্বল রেকর্ড নিয়ে খোঁচা দেওয়া হয়।
ভিডিওর শেষদিকে পর্যটক সালমান আঘাকে বলেন, তিনি পাকিস্তানে দারুণ সময় কাটাচ্ছেন, তবে অস্ট্রেলিয়া যদি টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারায়, তাহলে আরো ভালো হবে।
জবাবে সালমান আঘা বলেন, ‘আমরা সাধারণত খুব অতিথিপরায়ণ। কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে আমরা প্রস্তুত, মেট!’
আগামী ২৯ , ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ।
আরআই/এসএন