দেশের মানুষকে বিএনপির শক্তি উল্লেখ করে গণতন্ত্রের সূচনা ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুরে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি ভোটারদের কাছে নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে একটি দল একটি দেশকে দাসখত দিয়েছিল, গত ১৬ বছর আরেকটি দল একই কাজ করেছে। তাই দেশকে বাঁচাতে, গণতন্ত্রের সূচনা করতে ও মানুষের ভাগ্যের পরিবর্তনে ধানের শীষে সিল মারতে হবে।
এ সময় তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল, যাদের ভূমিকা ৫০ বছর আগে আমরা দেখেছি। তারা নিরীহ মা-বোনদের বাড়িতে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। এটি মুনাফেকি নয়, রীতিমতো শিরক। তারা ৭১ সালে মানুষ হত্যা করেছে। এখন বহু মানুষকে বিভ্রান্ত করে শিরকের অন্তর্ভুক্ত করছে।
বিএনপি চেয়ারম্যান হুঁশিয়ার করে বলেন, যারা ভোটের আগে ধর্মীয় অনূভুতিতে আঘাত করে লোক ঠকাচ্ছে, তারা ক্ষমতায় গেলে কীভাবে ঠকাবে চিন্তা করেন।
এদিকে দুপুর থেকে শুরু হওয়া নির্বাচনী জনসভায় জেলার ৭টি উপজেলা থেকে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। দুপুর গড়াতেই শেরপুরের আইনপুর মাঠ লোকে লোকারণ্য হয়ে পড়ে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন জনসভা মাঠে।
মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা থেকে দলের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হয়েছেন। সমাবেশে জেলার ৪টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচিত করিয়ে দেন তারেক রহমান।
টিজে/টিএ