টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে-গতকাল (২১ জানুয়ারি) পূর্ণ সদস্য দলগুলোর সভা শেষে বাংলাদেশকে এভাবেই সিদ্ধান্ত জানিয়েছিল আইসিসি।
সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে একদিনের সময়ও বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যে সময়সীমাও শেষের দিকে।
এমন অবস্থায় আজ দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিসিবি ও বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বৈঠক ডেকেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি।
নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছে না বাংলাদেশ। হয় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলো নতুবা অন্য দল দিয়ে প্রতিস্থাপিত হও-এমন বাস্তবতায় দ্বিতীয় পথটাই ধরতে যাচ্ছে বাংলাদেশ।
বিসিবি ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, সরকার মনে করছে বাংলাদেশ দলেরও নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। এক মাসের মধ্যে নিরাপত্তা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে, আইসিসির এমন আশ্বাসে সরকার আস্থা রাখতে পারছে না।
তবে ক্রীড়া উপদেষ্টা বা বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখনই পুরোপুরি আশা ছাড়তে নারাজ। ক্রীড়া উপদেষ্টার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনিও। সে সময় বুলবুল জানান, এখনও শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলতে চান তারা। এজন্য লড়াই চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
'আমরা আমাদের মতো চেষ্টা করে যাব। আমরা এখনও হাল ছাড়ছি না। আমরা আজকে আরও কিছু জিনিস নিয়ে আবার কমিউনিকেশন করব এবং চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে।'
তিনি যোগ করেন, 'আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ভারতে খেলতে যেতে চাই না। আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখন ও রেডি, আমাদের দল রেডি আছে।'
টিকে/