রোমান্টিক গল্পের নির্মাতা শিহাব শাহীন প্রথমবারের মতো থ্রিলার ও অ্যাকশন ঘরানার একটি সিরিজ নির্মাণ করছেন। আর এ সিরিজে বড় চমক হিসেবে প্রথমবার জুটি গড়ছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
সংবাদমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। জানিয়েছেন, অ্যাকশান থ্রিলারধর্মী নতুন সিরিজ ‘ক্যাকটাস’ (পরে নাম পরিবর্তন হতে পারে) হতে যাচ্ছে তার নির্মিত ভিন্ন আঙ্গিকের কাজ। এ সিরিজের মাধ্যমেই নিজেকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরতে চান নির্মাতা।
দীর্ঘদিন ধরেই থ্রিলারভিত্তিক গল্প নিয়ে কাজ করার পরিকল্পনা করছিলেন শিহাব শাহীন। অবশেষে সেই ভাবনা বাস্তবে রূপ নিচ্ছে। তার স্পাই ইউনিভার্স সিরিজের গল্প এগিয়ে যাবে ‘মানসিব’ নামের এক তরুণ হ্যাকারকে কেন্দ্র করে।
জানা যায়, হ্যাকারের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন প্রীতম হাসান। এক সাধারণ তরুণ কীভাবে স্পাই হয়ে ওঠে তারই গল্প বলবে সিরিজটি। সিরিজে নারী প্রধান চরিত্রে ধরা দেবেন মেহজাবীন।
প্রীতম-মেহজাবীন ছাড়া এ সিরিজে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম, জাহিদুল অপু প্রমুখ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, চলতি বছরই মুক্তি পাবে থ্রিলার-অ্যাকশন ঘরানার এ সিরিজ।
এমআই/টিকে