একটি অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য গত ১৭ বছর রাজপথে লড়াই সংগ্রাম করতে হয়েছে এমন মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে নিজ সংসদীয় আসনে প্রচারণাকালে এ মন্তব্য করেন তিনি।
সাইফুল হক বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশের মানুষের নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি, এবার সেই সুযোগ এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবে।
এসময় তিনি আরও বলেন, বিএনপিসহ সমমনা অন্যান্য দলগুলো অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়েছে। সেই আন্দোলন দমাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের ওপর নির্যাতন চালিয়েছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই পটপরিবর্তন হয়েছে।
এর আগে বক্তব্যের শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিসহ জুলাই শহীদদের অবদানের কথা স্বীকার করেন তিনি।
টিজে/টিএ