রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের জনসমাবেশে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ৫০ জন নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়ইছড়ি কর্ণফুলি স্টেডিয়ামে দীপেন দেওয়ানের নির্বাচনী প্রথম জনসভায় অংশ নিয়ে বিএনপিতে যোগ দেন তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষজন।
এসময় এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে কাপ্তাইকে অর্থনৈতিক জোন, মডেল উপজেলা, চন্দ্রঘোনা-রাইখালী ব্রিজ নির্মাণ, কেপিএম সম্পূর্ণরূপে চালুকরণ,কর্ণফুলী সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরকরণ, ৪ নং কাপ্তাই ইউনিয়নকে মৌজা ঘোষণাসহ মডেল করতে যা যা করণীয় সব কিছু করা হবে।
কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,কেন্দ্রীয় বিএনপির সহ উপজাতি বিষয়ক সম্পাদক লে: কর্নেল (অব:) মনীষ দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথি উদয় কুসুম বড়ুয়া, রাঙামাটির জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক মেয়র সাইফুল ইসলাম (ভূট্টো), নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক ও সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সহ সভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা বিএনপি'র সিনিয়র সদস্য মৈত্রী চাকমা, জেলা শ্রমিক দল সভাপতি মমতাজ মিয়া,তাঁতি দলের সভাপতি মো: শফি,যুবদল সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সায়েম, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আলী আকবর সুমন প্রমূখ।
টিজে/টিএ