প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে করা ৫০ কোটি রুপির মানহানির মামলায় স্বস্তি পেলেন সংগীতশিল্পী কুমার শানু। আদালত রায়ে জানায়, শানুকে নিয়ে রীতা যেন কোনো ধরনের কুমন্তব্য না করেন।
গত কয়েক মাস ধরে বিভিন্ন সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন রীতা ভট্টাচার্য। তিনি দাবি করেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁকে চরম কষ্টের মধ্যে দিন কাটাতে হয়েছে এবং শানুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও আনেন।
এসব বক্তব্যে শানুর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে গায়ক তাঁর প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ৫০ কোটি রুপির মানহানির মামলা করেন।
আদালতে শানুর আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, রীতার বক্তব্যের কারণে গায়ক মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন এবং আর্থিক ক্ষতিরও সম্মুখীন হয়েছেন। সেই যুক্তির ভিত্তিতেই আদালত শানুর পক্ষেই রায় দেয় এবং রীতাকে ভবিষ্যতে শানুকে নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়।
উল্লেখ্য, ‘বিগ বস্’-এ অভিনেত্রী কুনিকা সদানন্দ কুমার শানুর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ করার পর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
সেই প্রসঙ্গ টেনেই রীতা ভট্টাচার্য সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে অভিযোগগুলো প্রকাশ্যে আনেন।
আরআই/টিকে