ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক কাটিয়ে নতুন ছবির কাজ শুরু করেছিলেন সুরকার পলাশ মুচ্ছল। কিন্তু এবার তাঁর বিরুদ্ধে ওঠেছে আর্থিক প্রতারণার অভিযোগ।
স্মৃতির বন্ধু ও মারাঠী ছবির প্রযোজক বৈভব মানে অভিযোগ করেছেন, পলাশ তাঁর থেকে ৪০ লাখ রুপি নিয়েও ফেরত দেননি।
অভিযোগে বলা হয়েছে, পলাশ ও বৈভব একসঙ্গে ‘নাজারিয়া’ ছবিটি করেছিলেন; পলাশ ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে ছিলেন এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ছবি মুক্তি পায়নি এবং টাকা ফেরত দেওয়ার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এবার সেই অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন পলাশ। অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
ইনস্টাগ্রামে তিনি লেখেন, “সাংলির বৈভব মানে আমার বিরুদ্ধে সমাজমাধ্যমে যে অভিযোগগুলো তুলে ধরেছেন, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং তথ্যগত দিক থেকেও ত্রুটিপূর্ণ।
আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং খারাপ উদ্দেশ্য নিয়েই এই অভিযোগগুলো আনা হয়েছে।”
এই অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন পলাশ। তিনি লেখেন, “আমার আইনজীবী শ্রেয়াংশ মিঠা বিষয়টি খতিয়ে দেখছেন, আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
এমকে/টিএ