বলিউডের আলোচিত পরিচালক বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিয়ো’-তে প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহিদ কাপূর। ছবির জন্য নায়কের পারিশ্রমিক ৪৫ কোটি টাকা ধার্য হয়েছে। নায়কের সঙ্গে ছবিতে কাজ করেছেন তিন নায়িকা তৃপ্তি দিমরি, তামান্না ভাটিয়া ও দিশা পাটানী। পারিশ্রমিকের ক্ষেত্রে নায়িকাদের মধ্যে তামান্না ভাটিয়া রয়েছেন শীর্ষে, তিনি পেয়েছেন ৭ কোটি টাকা। তৃপ্তি দিমরির পারিশ্রমিক ৬ কোটি এবং দিশা পাটানীর ২ কোটি টাকা।
ছবিতে শাহিদ কাপূরকে মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তরার চরিত্রে দেখা যাবে। তামান্না ভাটিয়া হুসেন উস্তরার ঘনিষ্ঠ স্বপ্না দিদির চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে শাহিদ ও তামান্নার প্রেমের দৃশ্য প্রদর্শনের কারণে উস্তরার পরিবারের আপত্তিও উঠেছে। দিশা পটানী মূলত নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। পুলিশের চরিত্রে অভিনয় করেছেন নানা পটেকর, যাঁর পারিশ্রমিক ৪ কোটি টাকা।
ছবির এই পারিশ্রমিকের তথ্য প্রকাশ্যে আসার পর নেটিজেনরা ছবির বাজেট এবং নায়কদের পারিশ্রমিক নিয়ে নানা আলোচনা করছেন। এটি বলিউডে প্রধান চরিত্রের সঙ্গে নায়িকাদের পারিশ্রমিকের তুলনামূলক ব্যবধানও তুলে ধরেছে।
পিআর/টিএ