বলিউডের বিখ্যাত অভিনেতা সুনীল শেঠির পুত্র আহান শেঠি প্রথমবার সেনার ভূমিকায় অভিনয় করেছেন ‘বর্ডার ২’ ছবিতে। ১৯৯৭ সালের ক্লাসিক ‘বর্ডার’-এ ভারতীয় সেনার চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল নিজেই। পুত্রকে সেনার উর্দিতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন সুনীল। তিনি অহানকে দায়িত্বের পাশাপাশি দেশের সীমান্ত ও সেনার মূল উদ্দেশ্য কখনও ভুলে না যাওয়া শিখিয়েছেন।
সুনীল শেয়ার করেছেন, “‘বর্ডার’ আমার জন্য কেবল একটি ছবি ছিল না। ক্যামেরা বন্ধ হয়ে গেলেও তার দায়িত্ব আমার কাঁধে ছিল। আজ তুমি সেই উর্দিতে, মনে হয় একটি বৃত্ত পূর্ণ হলো। ছবিটি নিয়মানুবর্তিতা, ত্যাগ, নীরবতা ও সাহসের কথা মনে করিয়ে দেয়।”
ছবিটি শুধু যুদ্ধ বা মহিমার গল্প বলে না, বরং দেশের শান্তি ও সীমান্তের মর্যাদা তুলে ধরে। ‘বর্ডার ২’-তে অহানের পাশাপাশি অভিনয় করেছেন সানি দেওল, বরুণ ধবন ও দিলজিৎ দোসাঞ্জ।
পিআর/টিএ