টলিউডে ২০২৬ সালের সরস্বতীপুজোর রঙচঙানি শুরু হয়েছে। কলকাতা ও মুম্বই, দুই শহরের প্রযোজনা সংস্থা এবং তারকাদের বাড়িতে দেখা গেছে আনাগোনা। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার পুজোয় কন্যা ইয়ালিনির হাতেখড়ি হয়েছে। রাজ জানিয়েছেন, মেয়েকে শাড়ি পরে আলতা পরতে দেখে তাঁর মন ভরে গেছে। প্রজেক্টের উন্মাদনা এবং ‘হোক কলরব’ ছবির রিভিউ-সহ উপস্থিত ছিলেন জিৎ গঙ্গোপাধ্যায়, ঊষসী রায়, শাশ্বত চট্টোপাধ্যায়।
অতনু রায়চৌধুরীর প্রযোজনা সংস্থাতেও অভিনেতাদের আনাগোনা ছিল, উপস্থিত ছিলেন অভিজিৎ সেন, অঙ্কিতা মল্লিক, জিৎ গঙ্গোপাধ্যায়। এই দিন ছবির সাফল্যের জন্য দেবীর আশীর্বাদও চাওয়া হয়।
গৌরব চক্রবর্তী-ঋদ্ধিমা ঘোষের পুত্র ধীর প্রথমবার লিখল দেবীর সামনে।
অশোক ধানুকার প্রযোজনা সংস্থাতেও হইচই, অভিনেতাদের মধ্যে ছিলেন ইশা সাহা, সাহেব ভট্টাচার্য, তিতিক্ষা দাস, অনন্যা চট্টোপাধ্যায়।
নুসরত জাহান-যশ দাশগুপ্ত সপরিবারে পুজো করেন, ছোট্ট ঈশানকে কোলে নিয়ে প্রার্থনা করেন।
সাতপাকে বাঁধা পড়েন মধুমিতা সরকার-দেবমাল্য চক্রবর্তী। বিয়ের আনন্দে মাতোয়ারা ছিলেন নবদম্পতি। অভিষেক বসু-শার্লি মোদকের জন্য এ বছর প্রথম পুজো বিশেষ অর্থ বহন করল।
শার্লি হলুদ শাড়িতে, অভিষেক সাদা পোশাকে উপস্থিত ছিলেন।
পুজোর এই আয়োজন দেখিয়ে দিয়েছে টলিউডে তারকাদের পরিবারের মিলন, হাতে লেখা হাতেখড়ি এবং নবদম্পতিদের আনন্দের মুহূর্ত কতটা গুরুত্ব বহন করে।
পিআর/টিএ