অঙ্কিতা মল্লিকের বড় পর্দার স্বপ্ন পূরণের পথে নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কয়েক বছর আগে দেবের ‘প্রজাপতি ২’-এর নায়িকা হওয়ার সম্ভাবনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। সেই সময়ে বাংলাদেশের তাসনিয়া ফারিণকে প্রথম পছন্দ করা হলেও উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে ফারিণ পার বাংলায় আসতে পারেননি। ফলে ‘প্রজাপতি ২’-তে অঙ্কিতার সুযোগ বন্ধ হয়ে যায়।
এবার শীতে পরিচালক অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে নতুন ছবিতে তাঁর চূড়ান্ত পদক্ষেপ হতে পারে। চলতি বছরের সেপ্টেম্বরে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ‘টনিক ২’-এর, যেখানে দেবের বিপরীতে অঙ্কিতা নায়িকা হিসেবে দেখা যেতে পারেন। যদিও এখন পর্যন্ত নায়িকা নির্বাচনের বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা নেই। ঘনিষ্ঠ সূত্রের খবর, ছবিটি আদ্যন্ত প্রেমকেন্দ্রিক, এবং দেব-পর্দার সহায়ক অভিনেতা হিসেবে পরান বন্দ্যোপাধ্যায় থাকবেন।
টলিউড বলছে, ‘টনিক ২’-তে দেবের নতুন নায়িকা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এক দশকেরও বেশি সময় ধরে ছোটপর্দায় নিজের জায়গা তৈরি করা অঙ্কিতার জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে, যা তাকে বড় পর্দায় পরিচিতি ও জনপ্রিয়তার আরও একটি উচ্চতায় নিয়ে যাবে।
পিআর/টিকে