ভারতের ক্রীড়াঙ্গনে নেতৃত্ব, সাফল্য ও ধারাবাহিকতার প্রতীক হয়ে ওঠা দুই ক্রিকেটার রোহিত শর্মা ও হারমানপ্রীত কৌর পাচ্ছেন দেশটির অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী।
রোববার (২৫ জানুয়ারি) ২০২৬ সালের পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করেছে ভারত সরকার।
ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রোহিত শর্মা এবং নারী দলের বর্তমান অধিনায়ক হারমানপ্রীত কৌরের এই স্বীকৃতি এসেছে তাদের দীর্ঘদিনের আন্তর্জাতিক অবদান ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে।
২০২৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডে ক্রিকেটে ভারতের অন্যতম ভরসা ছিলেন রোহিত। গত বছর ওয়ানডেতে ৬৫০ রান করে প্রমাণ করেছেন, বয়স তার কাছে কেবল একটি সংখ্যা। তিন সংস্করণেই ভারতের হয়ে অধিনায়কত্ব করে দলকে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেওয়া এই ব্যাটসম্যান ভারতীয় ক্রিকেটে এক অনন্য তারা হয়ে আছেন।
অন্যদিকে হারমানপ্রীত কৌরের জন্য ২০২৫ সাল ছিল ঐতিহাসিক। তার নেতৃত্বেই ঘরের মাঠে নারী ক্রিকেট বিশ্বকাপ জেতে ভারত। আগ্রাসী ব্যাটিং, মাঠে দৃঢ় সিদ্ধান্ত এবং দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা; সব মিলিয়ে ভারতীয় নারী ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন হারমানপ্রীত।
এবারের পদ্ম পুরস্কারে ক্রীড়া বিভাগে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকেও সম্মানিত করা হয়েছে। ভারতের সাবেক টেনিস তারকা বিজয় অমৃতরাজ পেয়েছেন পদ্মভূষণ, যা এ বছর ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি। এছাড়া সাবেক পেসার প্রবীণ কুমার, নারী হকি দলের গোলরক্ষক সবিতা পুনিয়া এবং কোচ বালদেব সিংহ পদ্মশ্রী পাচ্ছেন।
২০২৬ সালের জন্য মোট ১৩১ জনকে পদ্ম পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী।
এমআর/টিএ