ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দরে পণ্য খালাস কার্যক্রম ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই কার্যক্রম বন্ধ দেখা যায়।
স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের অপারেশন ম্যানেজার অসিত কুমার শ্যানাল জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে ভারতের ব্যবসায়ীরা। ফলে বন্ধ রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে বন্দরের অন্যান্য কাজ স্বাভাবিক রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আরিফুল ইসলাম জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার থাকবে অন্যান্য দিনের মতো স্বাভাবিক।
কেএন/টিকে