মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত হচ্ছেন বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র। প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় পদ্ম সম্মান প্রাপকদের তালিকা ঘোষণা করা হয়েছে। এই খবর আনন্দ দিয়েছে দেওল পরিবারকে, তবে ধর্মেন্দ্রের স্ত্রী হেমামালিনী যেন স্বতস্ফূর্তভাবে অনুভূতি প্রকাশ করতে পারছেন না। তাঁর বার্তায় আক্ষেপের ছাপ স্পষ্ট, তিনি লিখেছেন, “এই সম্মান বেঁচে থাকতেই পেতে পারতেন...”
হেমা স্মরণ করিয়ে দিয়েছেন, ধর্মেন্দ্র বরাবরই পরোপকারী ছিলেন। কেউ তাঁর কাছ থেকে খালি হাতে ফেরেননি, সামর্থ্য অনুযায়ী তিনি সর্বদা সাহায্যের হাত বাড়িয়েছেন। বিনোদন জগতে তাঁর অবদান অনস্বীকার্য, পাশাপাশি রাজনীতিতে সফলতা অর্জনও উল্লেখযোগ্য। তাই অভিনেত্রী মনে করেন, পদ্মবিভূষণ-এর মতো সম্মানটি তিনি সঠিক সময়ে পাওয়া উচিত ছিল।
যদিও সম্মানটি মরণোত্তর, হেমা এই খবরে গর্বিত। শুধু দেওল পরিবার নয়, ধর্মেন্দ্রের অনুরাগীরাও এই মুহূর্তে উচ্ছ্বসিত। পাশাপাশি সানি দেওল ‘বর্ডার ২’-এর সফলতা এবং ইশা দেওলের পোস্টও আলোচনায় এসেছে, যেখানে বাবার পদ্মবিভূষণ এবং পরিবারের অর্জন নিয়ে উল্লাস প্রকাশ করেছেন।
পিআর/টিকে