ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা খুব কমই রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে কথা বলেন। তবে ইরান পরিস্থিতি নিয়ে তাঁর সাম্প্রতিক অবস্থান সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ডুয়া লিপা তাঁর প্ল্যাটফর্ম সার্ভিস নাইনটি ফাইভের একটি বিবৃতি শেয়ার করে ইরানে চলমান সহিংসতা, দমন-পীড়ন এবং ইন্টারনেট বিচ্ছিন্নতার বিষয়টি তুলে ধরেন।
স্টোরিতে তিনি ইরানের দিকে নজর রাখার আহ্বান জানান। সেখানে বলা হয়, ইরানে এমন মাত্রার হত্যাযজ্ঞ চলছে, যা আগে কখনো দেখা যায়নি। মানবাধিকার কর্মীদের তথ্য অনুযায়ী, বর্তমানে নয় কোটিরও বেশি ইরানি নাগরিক কার্যত বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন, ফলে তথ্য আদান-প্রদান প্রায় বন্ধ হয়ে গেছে।
গত আটাশ ডিসেম্বর থেকে দেশটির অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের পর থেকে সহিংসতা আরও বেড়েছে। যাচাই করা তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে, যাদের মধ্যে আঠারো বছরের নিচে তেতাল্লিশ জন শিশু রয়েছে। পাশাপাশি আরও বারো হাজারের বেশি মৃত্যুর তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে।
ডুয়া লিপার এই বক্তব্যে ইরানের বহু ভক্ত কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তাঁদের কণ্ঠস্বর তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ দিয়েছেন। তবে সরকারপন্থী একটি অংশ এই অবস্থানকে সমালোচনা করে দাবি করেছে, তিনি বিদেশি স্বার্থের পক্ষে কথা বলছেন। সংগীতের গণ্ডি ছাড়িয়ে ডুয়া লিপার এই মন্তব্য এখন আন্তর্জাতিক মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে।
টিকে/