ইন্ডাস্ট্রির অন্দরে এবার নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের নায়ক সৌরভ চক্রবর্তী এবং নায়িকা শুভস্মিতা মুখোপাধ্যায়ের সম্পর্ককে ঘিরে। সরস্বতীপুজোর সময় প্রকাশ্যে আসা কয়েকটি ছবি এই জল্পনাকে আরও জোরালো করেছে। ছবিতে দেখা গেছে, নায়কের বাহুল্য নায়িকার দিকে সহমর্মীভাবে ঢোকা, আবার সৌরভের গাড়িতে নায়িকাকে পুজোর অনুষ্ঠানে পৌঁছে দেওয়া যা অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়েছে।
এই প্রসঙ্গে এক গনমাধ্যম-এর সঙ্গে যোগাযোগে সৌরভ বলেন, “একসঙ্গে কাজের সূত্রে আমাদের ভাল বন্ধুত্ব তৈরি হয়েছে। শটের ফাঁকে যে দৃশ্য দেখে দর্শক মনে করছেন আমরা সম্পর্কে আছি, সেটাকে আমি ইতিবাচকভাবেই নিচ্ছি। এই মুহূর্তে যে বন্ধুত্ব তৈরি হয়েছে, সেটিই বলতে পারব। আগামী দিনে কী হবে, সেটা এখন থেকে বলা সম্ভব নয়। তবে শটের ফাঁকে আমাদের ভালো আড্ডা হয়।”
বর্তমানে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের মধ্যে তাঁদের জুটি নিয়ে দর্শকের মধ্যে যথেষ্ট আলোচনা চলছে। তবে এই ধারাবাহিক এখনও টিআরপি তালিকার শীর্ষে ওঠেনি। এই বন্ধুত্ব-সমীকরণ কি দর্শকসংখ্যা বাড়াবে, তা সময়ই দেখাবে।
এমকে/টিএ